হাওড়া, 12 মার্চ: হাওড়া স্টেশন (Howrah station Cash Recovery) থেকে ফের উদ্ধার হল লক্ষাধিক নগদ টাকা (Cash Recovered)। সূত্রের খবর, উদ্ধার হয়েছে মোট 50 লক্ষ টাকা । হাওড়া স্টেশনের কর্তব্যরত আরপিএফ সূত্রে জানা যাচ্ছে, রবিবার স্টেশনের পুরাতন কমপ্লেক্সের 8 নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে । সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাঁকে আটক করেন । তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ জওয়ানরা । ওই যুবকের পিঠে থাকা নীল ব্যাগ খুলে তার ভিতর থেকে নগদ 50 লক্ষ টাকা পাওয়া যায় ।
ওই টাকা তিনি কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, সে ব্যাপারে জানতে চাওয়া হলে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ওই যুবক । উদ্ধার হওয়া নগদ অর্থের কোনও বৈধ কাগজও দেখাতে পারেননি তিনি ৷ আরপিএফ সূত্রে এ কথা জানা যাচ্ছে । এরপরই আরপিএফ তাঁকে আটক করে । তাঁর থেকে উদ্ধার হওয়া সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয় । আরপিএফ সূত্রে জানানো হয়েছে, ধৃত ওই যুবকের নাম প্রহ্লাদ রাম জাখর (33)। তাঁর বাড়ি রাজস্থানের বিকানির এলাকাতে ।
এরপর আরপিএফের পক্ষ থেকে আয়কর দফতরে খবর দেওয়া হলে আধিকারিকরা ঘটনাস্থলে যান । তাঁরাও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হওয়া নগদ অর্থের বিষয়ে বিস্তারিত জানতে চান । যদিও ধৃত যুবক কোনও সন্তোষজনক উত্তর ও প্রমাণপত্র দেখাতে পারেননি ৷ তখন ওই যুবককে গ্রেফতার করেন আয়কর দফতরের আধিকারিকরা । আরপিএফ-এর পক্ষ থেকে সমস্ত টাকা এবং ওই যুবককে আয়কর দফতরের অধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে ।