পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে NRC আটকাতে পারবেন না মমতা, চ্যালেঞ্জ দিলীপের - উলুবেড়িয়া

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সমন্বয় বৈঠকের শেষে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে NRC নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে  মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ তবে যেভাবে GST, তিন তালাক কোনওটাই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি, NRC-ও আটকাতে পারবেন না৷ "

দিলীপ ঘোষ

By

Published : Sep 23, 2019, 4:31 AM IST

Updated : Sep 23, 2019, 8:05 AM IST

হাওড়া, 23 সেপ্টেম্বর : রাজ্যে NRC হবেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তা আটকাতে পারবেন না বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷

উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সমন্বয় বৈঠকের শেষে দিলীপ ঘোষ বলেন, "নাগরিকত্ব বিল আমরা নিয়ে আসছি ৷ সমস্ত হিন্দুদের নাগরিকত্ব দেব, যেটা আগে কেউ দেয়নি ৷ রাজ্যে NRC নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ তবে যেভাবে GST, তিন তালাক কোনওটাই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি, NRC-ও আটকাতে পারবেন না৷ "

শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

পাশাপাশি রাজ্যে দুর্গাপুজো নিয়ে রাজ্য BJP-র সভাপতি বলেন, " আগে চিটফান্ডের টাকায় পুজো হত ৷ এখন চিটফান্ড নিয়ে CBI তৎপর হওয়ায় কেউ আর টাকা দিতে সাহস করছেন না ৷ "

প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সমন্বয় বৈঠকের পর রাজ্য BJP-র সভাপতি জানান, সংঘপ্রধান মোহন ভাগবত সংঘঠনের কাজ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ৷ গত শনিবার সকাল থেকে তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের 37টি শাখা সংগঠনের প্রায় 250 জন প্রতিনিধিকে নিয়ে দু'দিনের সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন, সংঘপ্রধান মোহন ভাগবত, দিলীপ ঘোষ, রাজ্য-সম্পাদক সায়ন্তন বসু, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিন্হা, সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া-সহ সংঘ নেতৃত্ব ৷

Last Updated : Sep 23, 2019, 8:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details