হাওড়া, 30 ডিসেম্বর: বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন হল শুক্রবার ৷ হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিল সেমি হাইস্পিড এই ট্রেন ৷ একই সঙ্গে জোকা-বিবাদী বাগ মেট্রোর (Joka BBD Bag Metro) তারাতলা অংশেরও সূচনা হল ৷ তাছাড়া আরও একাধিক রেল প্রকল্পের উদ্বোধন হয়েছে এদিন ৷
সেই অনুষ্ঠানে হাজির হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, তাঁর রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্পগুলি শুরু হয়েছিল, সেই প্রকল্পগুলি উদ্বোধন নিয়ে খুশি ৷ পাঁচটির মধ্যে চারটি প্রকল্পই তাঁর সময়ে পরিকল্পনা ও শিলান্যাস করা হয়েছিল, সেকথাও জানাতে ভোলেননি মমতা ৷
বিশেষ করে জোকা-তারাতলা মেট্রোর কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘‘স্যর, আমি আপনাকে ধন্যবাদ জানাই৷ আপনি জানলে খুশি হবেন যে আজ আমার খুবই খুশির দিন ৷ কারণ, আপনার স্বপ্নের প্রকল্প তারাতলা-জোকা মেট্রো আমি শিলান্যাস করেছিলাম রেলমন্ত্রী হিসেবে ৷’’
এই নিয়ে বলতে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নামও আসে মমতার কথায় ৷ এই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে কলকাতার তৎকালীন মেয়রের ইতিবাচক ভূমিকার কথাও স্মরণ করান মুখ্যমন্ত্রী ৷ এই প্রকল্প নিয়ে সদর্থক ভূমিকা নেওয়ায় রাজ্যের মন্ত্রী ও বর্তমান মেয়র ফিরহাদ হাকিমেরও (Firhad Hakim) প্রশংসা করেন মমতা ৷