কলকাতা, 23 ফেব্রুয়ারি : আনিশ খানের মৃত্যু-রহস্য উন্মোচনের জন্য চাই সিবিআই তদন্ত ৷ এমনই দাবিতে অনড় হাওড়ার আমতার মৃত ছাত্রনেতার পরিবার ৷ রাজ্য পুলিশের কোনও ভূমিকাতেই খুশি নন তাঁরা ৷ এমনকী বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলিও সিবিআই তদন্তের দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছে ৷ আজ নবান্নের এই দাবির বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৷ রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখার কথা বলেছেন তিনি ৷ পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার সাফল্য নিয়েও তুলেছেন প্রশ্ন ৷ তাপসী মালিক থেকে উন্নাও-হাথরস, কবিগুরু রবীন্দ্রনাথের নোবেল চুরির মামলা সহ একাধিক প্রসঙ্গ টেনে এনেছেন ৷
আনিশ খানের রহস্য-মৃত্যু নিয়ে রাজ্যজুড়ে ঝড় উঠতেই দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ তদন্তে বারবার পুলিশি গাফলতির অভিযোগ তুলেছে আনিশের পরিবার ৷ সেই অভিযোগকে মাথায় রেখে গতকালই সাসপেন্ড করা হয় আমতা থানার তিন পুলিশকর্মীকে ৷ বিশেষ তদন্তকারী দল আজ আমতা থানার দু'জন পুলিশকর্মীকে গ্রেফতার করেছে বলে জানান খোদ মুখ্যমন্ত্রী ৷ আনিশের পরিবারকে আশ্বস্ত করে বলেন, "কোনও অন্যায় হয়ে থাকলে শাস্তি হবেই ৷ কেউ রেহাই পাবে না ৷ রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখুন ৷ পুলিশ পুলিশের কাজ করবে । আইন আইনের পথে চলবে ।"
এরপরই সিবিআই প্রসঙ্গ টেনে আনেন মমতা । সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । মুখ্যমন্ত্রী বলেন, "সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, উন্নাও থেকে হাথরস, সিবিআইকে দিয়ে তদন্ত করিয়ে কোথাও অপরাধের সুরাহা হয়নি । তাপসী মালিক তদন্তের ভার সিবিআইয়ের হাতে ছিল ৷ কোনও সমাধান হয়েছে ? রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনারা হয়েছে ? সেটাও তো সিবিআইয়ের হাতে ছিল ৷"
এদিন আনিশ খানের মৃত্যু নিয়ে চলা লাগাতার বিক্ষোভের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আন্দোলনের নামে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় । আমাকে আন্দোলন শেখাবেন না ৷ মানুষের অসুবিধা না করে আন্দোলন করলে কেউ বাধা দিতে যাবে না । গতকাল থেকে যেভাবে মানুষকে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় । আমি সিপিএম বা বিজেপির স্বার্থ দেখার জন্য এখানে আসিনি । মানুষের স্বার্থ দেখতে এসেছি ।"