হাওড়া, 12 সপ্টেম্বর: আগামিকাল নবান্ন অভিযানের চূড়ান্ত প্রস্তুতি হাওড়া ময়দান এলাকায় গিয়ে সরেজমিনে দেখলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন, ভয় পেয়ে জেলা সফরে পালিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Afraid for BJP Nabanna Abhijan) ৷ পাশাপাশি বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের কটাক্ষের জবাবে সুকান্ত বলেন, ‘‘বিজেপির অন্তর্দ্বন্দ্ব কথা না-ভেবে, তৃণমূলের নেতারা বরং নিজেদের মধ্যে আলোচনা করুক, তাঁদের মধ্যে কে আগে জেলে ঢুকবেন ৷’’
পাশাপাশি সুকান্ত মজুমদার জানিয়েছেন, হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামিকাল কোনও রকম জমায়েত করতে নিষেধ করা হয়েছে ৷ তবে, জেলা প্রশাসনের সেই চিঠিকে বিজেপি গুরুত্ব দিচ্ছেে না বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ এ নিয়ে তাঁর দাবি, ‘‘আবেদন করেও মিছিল ও সভার অনুমতি পাওয়া যায় না ৷ আর এই দুর্নীতির সরকার তার নৈতিকতা হারিয়েছে ৷ তাই এই সরকারের থেকে অনুমতি চাওয়ার কোনও প্রসঙ্গই নেই ৷’’
আগামিকাল নবান্ন অভিযানে অসংখ্য মানুষ অংশ নেবে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার ৷ তবে, জেলা থেকে বিজেপির নেতাকর্মীদের এই অভিযানে সামিল করা সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায় মিছিলের জন্য জেলাভিত্তিক যে হারে মানুষ আসছে, তার বড় অংশকে নবান্ন অভিযানে সামিল করা সম্ভব নয় ৷