পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানির টাকা রয়েছে ? প্রশ্ন শুনে মুকুল বললেন, "তদন্তে রাজি"

গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে নুসরত রথ টানেন । আজ তা নিয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন মুকুল রায় । বললেন, "আমিও হজে যেতে চাই । ব্যবস্থা করে দিন ।"

বেলুড়ে মুকুল রায়

By

Published : Jul 5, 2019, 9:18 PM IST

Updated : Jul 5, 2019, 9:49 PM IST

বেলুড়, 5 জুলাই : "আমি হজ করতে চাই । মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিন ।" আজ বেলুড় মঠ থেকে বেরিয়ে এই আবেদন করেন BJP নেতা মুকুল রায় ।

গতকাল ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে যান বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান । সেখানে রথে চড়ে আরতি করেন তিনি । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সেই প্রসঙ্গেই মমতাকে কটাক্ষ করেন মুকুল । বলেন, "আমি আজ মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি, গতকাল রথে নুসরত দড়ি টেনেছেন, আমি আমার ধর্ম রেখে হজ করতে চাই । মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিক । উনি নুসরতকে দিয়ে রথ টানাতে পারেন । তাহলে আমার হজের ব্যবস্থা করে দিক । পারবেন ব্যবস্থা করতে ? তাহলে অন্যের ধর্মে আঘাত করছেন আপনি ।"

জনসভায় মমতা ব্যানার্জি কাটমানি নিয়ে দলের কর্মীদের বিরুদ্ধে সরব হন । টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি । কিন্তু তারপর থেকেই বিরোধীরা তাঁর বিরুদ্ধে সরব হন । বিরোধীদের দাবি, কাটমানির বেশিরভাগ টাকাই রয়েছে খোদ তৃণমূল সুপ্রিমোর কাছে । আজ সেই একই অভিযোগ তুললেন মুকুল রায় । তিনি বলেন, "দুর্নীতি নামে উপর থেকে । নিচ থেকে যায় না । মমতা জনসভায় ও প্রশাসনিক বৈঠকে দলের কর্মীদের 25 শতাংশ নিজেদের জন্য রেখে 75 শতাংশ দলকে দিতে বলেছে । তা দলের মালিক কে ? দলের মালিক তো মমতা ব্যানার্জি । তাহলে 75 শতাংশ টাকা তো মমতা ব্যানার্জির কাছেই আছে । উনি বলুন যে এই টাকা কীভাবে ফেরত দেবেন । কাটমানি তো উনি নিয়েছেন । তাই এটা তো তাঁকেই জবাব দিতে হবে ।"

দলের জন্মলগ্ন থেকেই তৃণমূলে মুকুল রায় । বলা যেতে পারে, তৃণমূলের জন্মই দিয়েছেন তিনি । তাহলে কি কাটমানির টাকা তাঁর কাছেও রয়েছে ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "যেকোনও তদন্তে আমি মুখোমুখি হতে রাজি । মমতা ব্যানার্জি রাজি হন । আমার কাছে কোনও ঢাক ঢাক গুড় গুড় নেই । 2011 ও 2012-তে আমি ক্ষমতায় ছিলাম । 2013 থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আমার বিরোধ শুরু হয়েছে । তাই বলার জন্য আমাকে বলতেই পারে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তিনের প্রস্তাবে সায় দেয়নি কেন্দ্র । এনিয়ে রাজ্যের নিশানায় কেন্দ্রীয় সরকার । যদিও মুকুল বলেন, "আমরা বাংলার বিরোধিতা করছি না । এটা একটা ষড়যন্ত্র । বাংলা হচ্ছে বঙ্গদেশ । নাম পরিবর্তন করে ভাবছে ওই দেশের সঙ্গে মিশে যাবে ।"

Last Updated : Jul 5, 2019, 9:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details