হাওড়া, 30 জুলাই: বিষমদ কাণ্ডে গ্রেফতার বেড়ে 6 । পাশাপাশি সাসপেন্ড করা হল মালিপাঁচঘড়া থানার তিন পুলিশ আধিকারিককে । শুক্রবার শিবপুর পুলিশ লাইনে ডেকে পাঠানো হয় ওই তিন পুলিশ অধিকারিককে । পুলিশ কমিশনারেট সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে । হাওড়া সিটি পুলিশের বিভাগীয় তদন্তের মুখেও পড়তে হতে পারে (Malipanchghora Police officials suspended over Howrah Hooch Death) ।
মালিপাঁচঘড়া থানা সূত্রে জানা গিয়েছে, এই মদ কাণ্ডে আরও পাঁচ জনকে গ্রেফতর করা হয়েছে । এ নিয়ে এখনও পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হল । যদিও তিন আধিকারিক সাসপেন্ড হওয়াকে কেন্দ্র করে গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এলাকাতে অবৈধ মদের ঠেক চলার জন্য পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন হাওড়া ঘুসুড়ির স্থানীয় বাসিন্দারা ।