পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah Mason Murder Case : মাত্র 200 টাকার জন্য খুন ! হাওড়ায় রাজমিস্ত্রি খুনে ধৃত 1 - মাত্র ২০০ টাকার জন্য খুন হাওড়ায়

ধৃত রাজু সিং পুলিশি জেরায় স্বীকার করেছে, মাত্র 200 টাকার জন্য সে রাগের মাথায় খুন করে তার বন্ধু ও সহকর্মী বাবলু সিংকে । গত 22 মে হাওড়ার বেলিলিয়াস রোডে একটি বন্ধ ঘর থেকে বাবলু সিংয়ের দেহ উদ্ধার হয় (Howrah Mason Murder Case) ৷

Howrah Murder Case
হাওড়ায় রাজমিস্ত্রি খুনে ধৃত 1

By

Published : May 27, 2022, 5:29 PM IST

হাওড়া,27 মে: হাওড়ার বেলিলিয়াস রোডে রাজমিস্ত্রী বাবলু সিংয়ের খুনের ঘটনায় রাজু সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (main accused arrested in Howrah mason murder case) ৷ জানা গিয়েছে, মাত্র 200 টাকার জন্য বাবলুকে খুন করে রাজু ৷ জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত ব্যক্তি ৷ গত 22 মে হাওড়ার বেলিলিয়াস রোডে একটি বন্ধ ঘর থেকে বাবলু সিংয়ের দেহ উদ্ধার হয় ৷ এই খুনের ঘটনার পাঁচ দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল হাওড়া পুলিশ ৷

ধৃত রাজু জেরায় স্বীকার করেছে, মাত্র 200 টাকার জন্য সে রাগের মাথায় খুন করে তার বন্ধু ও সহকর্মী বাবলু সিংকে । পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সূত্র ও মোবাইল ফোনের তথ্য ঘেঁটে বাবলু সিংয়ের সহকর্মী রাজু সিংয়ের নাম জানতে পারে । এরপরই রাজুর খোঁজ শুরু করেন তদন্তকারীরা ৷ মোবাইল টাওয়ারের সূত্র ধরেই রাজুর নাগাল পায় পুলিশ ৷

আরও পড়ুন :হাওড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার রাজমিস্ত্রির মৃতদেহ, খুনের আশঙ্কা পুলিশের

পুলিশ জানিয়েছে, বাবলুকে খুন করার পর কলকাতা থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসানসোলের দিকে রওনা হয় ধৃত ব্যক্তি ৷ কিন্তু তাকে ধরতে সমর্থ হয় পুলিশ ৷ পুলিশি তদন্তে উঠে এসেছে, পেশায় রাজমিস্ত্রি বাবলু সিং ও রাজু সিং দু'জন বিহারের বাসিন্দা । হাওড়ায় তারা একই সঙ্গে বেলিলিয়াস রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া ছিল। সেখানে থেকেই রোজ জন মজুরির কাজ করত দু'জনে । রাজু পুলিশকে জানিয়েছে, একদিনের কাজের জন্য তার 600 টাকা মজুরি পাওয়ার কথা, কিন্তু তাকে 400 টাকা দেয় বাবলু ৷ সেই রাগেই সে বাবলু সিংকে ঘরের মধ্যে খুন করে পালিয়ে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details