পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উলুবেড়িয়াতে চায়ের দোকানে ঢুকল লরি, মৃত 1 - Deadbody

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি চায়ের দোকানে ঢুকে যায় ৷ মৃত্যু হয় এক ব্যক্তির ৷

মৃত

By

Published : Jul 20, 2019, 2:42 PM IST

উলুবেড়িয়া, 20 জুলাই : উলুবেড়িয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ঢুকে পড়ে ৷ ঘটনায় মৃত্যু হয় একজনের ৷ তাঁর নাম শেখ মইনু ৷ পুলিশ ঘাতক লরিটি আটক করেছে ৷ চালক পলাতক ৷

গতরাতে 6 নম্বর জাতীয় সড়কে কোলাঘাট থেকে কলকাতার দিকে লরিটি যাচ্ছিল । উলুবেড়িয়ার পীরতলার কাছে অন্য একটি লরি কলকাতা লেনে ঢুকে পড়ে ৷ এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে গ্যাস সিলিন্ডার বোঝাই লরিটি ৷

সেই সময় দোকানের চাতালে এক ব্যক্তি শুয়েছিলেন ৷ তাঁকে পিষে দেয় লরিটি ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details