হাওড়া, 6 ডিসেম্বর: বুধবার সকালে হাওড়া স্টেশনে ঢোকার মুখে টিকিয়াপাড়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন ৷ অফিস টাইমে ট্রেন লাইনচ্যুত হওয়াতে সমস্যার মুখে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, বুধবার সকাল 8টা 55 মিনিট নাগাদ হাওড়া স্টেশনে ঢোকার মুখে টিকিয়াপাড়ায় লাইনচ্যুত হয় ডাউন বাগনান লোকাল (38202)। হাওড়া স্টেশনের প্লাটফর্মে ঢোকার কিছুটা আগে 14 নম্বর প্লাটফর্মের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। স্টেশনে ঢোকার পূর্বে নিজের ট্র্যাক বদল করার সময় লাইনচ্যুত ওই ট্রেনের 5 নম্বর বগি।যদিও টিকিয়াপাড়াতে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনার থেকে রক্ষা পান যাত্রীরা।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ট্রেনের লাইনচ্যুত হওয়া কামরার পিছনের বগিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাকি বগি-সহ ইঞ্জিন প্ল্যাটফর্মের দিকে সরিয়ে দেওয়া হয়। লাইনচ্যুত কামরাটি সরিয়ে ট্র্যাক মেরামতির কাজ চলছে বলেই জানানো হয়েছে রেলের তরফে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই জানিয়েছে রেল। যদিও অফিস টাইমে এই ঘটনার জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বর্তমানে 14 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কোনওরকম ট্রেন চলাচল করছে না ৷ বাকিগুলো দিয়ে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে।