হাওড়া, 2 ডিসেম্বর:চন্দনপুর, কামারকুণ্ডু এবং বারুইপাড়া লাইনে কাজ চলাচলের কারণে একাধিক লোকাল ইএমইউ ট্রেন বাতিল করল পূর্ব রেল (Eastern Railway)। আগামিকাল থেকে একমাস অর্থাৎ, 3 ফ্রেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনগুলি (Local Train Cancelled) ৷ যার জেরে ভোগান্তিতে পড়বে যাত্রীরা ৷ বাতিল হওয়া ইএমইউ লোকাল ট্রেনগুলো হল...
- হাওড়া থেকে, 3-14 ডিসেম্বর:36827, 36829, 36081, 36083, 36085, 36087, 36011, 36071 বাতিল করা হয়েছে ৷
- হাওড়া থেকে, 3 ডিসেম্বর-3 ফেব্রুয়ারি:36031, 36033, 36035, 36037 বাতিল করা হয়েছে ।
- মশাগ্রাম থেকে, 3-14 ডিসেম্বর:36082, 36084, 36086, 36088বাতিল করা হয়েছে ৷
- শিয়ালদা থেকে, 3-14 ডিসেম্বর:32411, 32413বাতিল করা হয়েছে ।
- বর্ধমান থেকে 3-14 ডিসেম্বর:36840, 36844বাতিল করা হয়েছে ।
- চন্দনপুর থেকে 3 ডিসেম্বর-3 ফেব্রুয়ারি:36032, 36034, 36036, 36038বাতিল করা হয়েছে।
- গুড়াপ থেকে 3-14 ডিসেম্বর:36072 বাতিল করা হয়েছে ৷
- বারুইপাড়া থেকে 3-14 ডিসেম্বর:36012, 32412, 32414 বাতিল করা হয়েছে।