পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Local Train Cancelled: চন্দনপুর, কামারকুণ্ডু ও বারুইপাড়া লাইনে বাতিল একাধিক লোকাল ট্রেন - Eastern Railway

চন্দনপুর, কামারকুণ্ডু ও বারুইপাড়া লাইনে চলছে কাজ ৷ আর তার জেরে বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন ৷ জরুরি লাইন মেরামতির কাজের জন্যই লোকাল ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষ ৷ আগামিকাল থেকে একমাস অর্থাৎ, 3 ফ্রেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনগুলি (Local Train Cancelled Due to Maintenance Work) ৷ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে তা দেখে নিন...

Local Train Cancelled
চন্দনপুর, কামারকুণ্ডু এবং বারুইপাড়া লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল

By

Published : Dec 2, 2022, 10:15 PM IST

হাওড়া, 2 ডিসেম্বর:চন্দনপুর, কামারকুণ্ডু এবং বারুইপাড়া লাইনে কাজ চলাচলের কারণে একাধিক লোকাল ইএমইউ ট্রেন বাতিল করল পূর্ব রেল (Eastern Railway)। আগামিকাল থেকে একমাস অর্থাৎ, 3 ফ্রেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনগুলি (Local Train Cancelled) ৷ যার জেরে ভোগান্তিতে পড়বে যাত্রীরা ৷ বাতিল হওয়া ইএমইউ লোকাল ট্রেনগুলো হল...

  • হাওড়া থেকে, 3-14 ডিসেম্বর:36827, 36829, 36081, 36083, 36085, 36087, 36011, 36071 বাতিল করা হয়েছে ৷
  • হাওড়া থেকে, 3 ডিসেম্বর-3 ফেব্রুয়ারি:36031, 36033, 36035, 36037 বাতিল করা হয়েছে ।
  • মশাগ্রাম থেকে, 3-14 ডিসেম্বর:36082, 36084, 36086, 36088বাতিল করা হয়েছে ৷
  • শিয়ালদা থেকে, 3-14 ডিসেম্বর:32411, 32413বাতিল করা হয়েছে ।
  • বর্ধমান থেকে 3-14 ডিসেম্বর:36840, 36844বাতিল করা হয়েছে ।
  • চন্দনপুর থেকে 3 ডিসেম্বর-3 ফেব্রুয়ারি:36032, 36034, 36036, 36038বাতিল করা হয়েছে।
  • গুড়াপ থেকে 3-14 ডিসেম্বর:36072 বাতিল করা হয়েছে ৷
  • বারুইপাড়া থেকে 3-14 ডিসেম্বর:36012, 32412, 32414 বাতিল করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details