হাওড়া, 6 অগাস্ট : ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা আন্দুলে ৷ প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো অভিভাবকরা ৷ পরে নীলগঞ্জ আউটপোস্ট থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
আন্দুলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস থ্রি-র ছাত্র সোহম মাইতি ৷ 2 অগাস্ট (শুক্রবার) স্কুলে অসুস্থ বোধ করে সে ৷ তৎক্ষণাৎ স্কুলের পাশের একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয় তাকে ৷ স্কুল ছুটির সময় সোহমের অভিভাবকরা জানতে পারেন, তাঁদের সন্তান নার্সিংহোমে ভরতি ৷ অসুস্থতার খবর কেন জানানো হয়নি তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন সোহমের মা-বাবা ৷ এরপর ওই নার্সিংহোম থেকে সোহমকে পার্কসার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন তাঁরা ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 অগাস্ট (শনিবার) সোহমের মৃত্যু হয় ৷