পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশেষ ট্রেনগুলি দেশের কোথা থেকে চলবে, জেনে নিন বিস্তারিত - IRCTC-র নির্ধারিত ওয়েবসাইটেই টিকিট বুকিং করা যাবে

বিশেষ ট্রেনগুলির মধ্যে রয়েছে এ রাজ্যের এক জোড়া ট্রেন। প্রত্যহ হাওড়া থেকে দিল্লি, দিল্লি থেকে হাওড়া চলবে কালকামেল এক্সপ্রেস। ট্রেন দুটির স্টপেজ় থাকছে আসানসোল জংশন, ধানবাদ জংশন, পরেশনাথ, গয়া জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল।

ছবি
ছবি

By

Published : May 11, 2020, 4:20 PM IST

Updated : May 11, 2020, 5:31 PM IST

হাওড়া, 11 মে : ধাপে ধাপে পরিষেবা শুরু করতে চলেছে ভারতীয় রেল। আগামীকাল থেকে 30 টি বিশেষ ট্রেন চালানো হবে বলে রেলের তরফে জানা গেছে । এই ট্রেনগুলি দিল্লি স্টেশন থেকে যাত্রা শুরু করে পৌঁছাবে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ, জম্মু -তাওয়াইসহ নানা স্টেশনে।

জেনে নিন কোন ট্রেন কোথা থেকে চলবে:

বিশেষ ট্রেনগুলির মধ্যে এ রাজ্যের এক জোড়া ট্রেন রয়েছে । কালকামেল এক্সপ্রেস । চলবে হাওড়া থেকে দিল্লি, দিল্লি থেকে হাওড়া । প্রত্যহ যাতায়াত করবে। ট্রেন দুটির স্টপেজ় থাকছে আসানসোল জংশন, ধানবাদ জংশন, পরেশনাথ, গয়া জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল।

ট্রেনগুলি দেশের কোথা থেকে চলবে

অন্যান্য ট্রেনগুলি হল

  • রাজেন্দ্র নগর থেকে দিল্লি পর্যন্ত চলবে একজোড়া ট্রেন । এই দুই স্টেশনে ট্রেন যাতায়াত করবে প্রত্যহ।
  • ডিব্রুগড় -দিল্লিতেও একজোড়া বিশেষ ট্রেন প্রতিদিন যাতায়াত করবে।
  • জম্মু তাওয়াই-দিল্লি পর্যন্ত একজোড়া ট্রেন প্রত্যহ চলবে ।
  • বেঙ্গালুরু-দিল্লির একজোড়া ট্রেন প্রতিদিন যাতায়াত করবে ।
  • তিরুবনন্তপুরম-দিল্লির একজোড়া ট্রেন সপ্তাহে তিনদিন চলবে ।
  • চেন্নাই থেকে সেন্ট্রাল দিল্লি পর্যন্ত একজোড়া ট্রেন সপ্তাহে দু'দিন যাতায়াত করবে ।
  • বিলাসপুর-দিল্লির একজোড়া ট্রেন সপ্তাহে দু'দিন যাতায়াত করবে।
  • রাঁচি-দিল্লির একজোড়া ট্রেন যাতায়াত করবে সপ্তাহে দু'দিন।
  • মুম্বই -সেন্ট্রাল দিল্লির একজোড়া ট্রেন যাতায়াত করবে প্রত্যহ।
  • আহমেদাবাদ-দিল্লির একোজোড়া ট্রেন প্রতিদিন চলবে ।
  • আগরতলা-দিল্লির একজোড়া ট্রেন সপ্তাহে একদিন করে যাতায়াত করবে।
  • ভুবনেশ্বর-দিল্লির একজোড়া ট্রেন সপ্তাহে প্রত্যহ যাতায়াত করবে।
  • দিল্লি-মাদগাঁওর ট্রেন যাতায়াত করবে সপ্তাহে দু'দিন।
  • সেকেন্দরাবাদ-দিল্লির একজোড়া ট্রেন যাতায়াত করবে সপ্তাহে একদিন।
    ট্রেনের সময়সূচি

যাত্রীদের জন্য প্রয়োজনীয় বিষয় :

  • আজ বিকলে 4টে থেকে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং শুরু করা হবে। IRCTC-র নির্ধারিত ওয়েবসাইটেই টিকিট বুকিং করা যাবে ।
  • সর্বাধিক আগাম বুকিংয়ের সময়সীমা সাতদিন ।
  • যাত্রীরা নিজেদের সঙ্গে খাবার ও পানীয় জল বহন করতে পারবেন ।
  • স্টেশনের টিকিট কাউন্টার যথারীতি বন্ধ থাকবে। ফলে স্টেশনে প্রবেশের জন্য প্লাটফর্ম টিকিট কাটা যাবে না। শুধু কনফার্ম টিকিট নিয়েই যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবেন।
  • যাত্রীদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে। বিনা মাস্কে কোনও যাত্রীকে ট্রেনে উঠতে দেওয়া হবে না ।
  • ট্রেনে ওঠার আগে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করানো হবে। তাই দেড় ঘণ্টা আগে স্টেশনে পৌঁছাতে হবে ।এক্ষেত্রে শুধু সুস্থ যাত্রীদেরকেই ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে ।
  • কম্বল বা চাদর এজাতীয় কিছু দেওয়া হবে না ।
  • পরে ট্রেনের নির্ধারিত সূচিসহ অন্যান্য বিষয়ে অবগত করানো হবে ।

কোরোনার জন্য ইতিমধ্যেই 20 হাজার রেল কোচকে আইসোলেশন কোচে রুপান্তরিত করা হয়েছে। এরপর বাকি যে সমস্ত কোচ রেলের হাতে রয়েছে, তা দিয়ে প্রতিদিন 300 শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে বলে রেল সূত্রে খবর।

Last Updated : May 11, 2020, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details