হাওড়া, 5 নভেম্বর : বিধানসভা ভোটের আগে রাজ্য সফরে অমিত শাহ । এবারের সফরে বাঁকুড়ার আদিবাসী পরিবারের বাড়িতে তাঁর মধ্যাহ্নভোজ এক অন্য মাত্রা যোগ করেছে । তবে এই ট্রাডিশন নতুন নয় ৷ এর আগে BJP-র কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু হাওড়ার এক দলিত পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন । প্রশ্ন হল, তারপর কি ওইসব পরিবারের জীবনযাত্রা বদলেছে ? উত্তর খুঁজতে ETV ভারত পৌঁছেছিল হাওড়ার ট্যান্ডেল বাগানের সেই দলিত পরিবারের কাছে ।
2017 সালের 17 এপ্রিল ৷ হাওড়ার একটি অনুষ্ঠানে এসে ট্যান্ডেল বাগানের দলিত পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু । সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ । বর্তমানে রেলের অবসরপ্রাপ্ত সাফাই কর্মী জগদীশ মল্লিক ও তাঁর পরিবারের সদস্যরা দুপুরের পদ হিসেবে রেধেছিলেন ভাত-ডাল-রুটি-সবজি । শেষ পাতে ছিল দু'রকম মিষ্টি । মাটির থালায় কলাপাতার উপর পরিবেশন করা হয়েছিল খাবার । দলিত পরিবারটির সঙ্গে বসেই খাওয়াদাওয়া করেছিলেন রেলমন্ত্রী । এতদিন পর পরিবারের অন্যতম সদস্যের আক্ষেপ, কোনও কেন্দ্রীয় কিংবা রাজ্য BJP নেতা তাঁদের খোঁজ রাখেনি ।