হাওড়া, 20 মার্চ : কোরোনা আতঙ্ক সারা দেশে । ভাইরাস থেকে বাঁচতে কার্যত ঘরবন্দি সাধারণ মানুষ । এই অবস্থায় উল্লেখযোগ্যভাবে কমেছে রেলের যাত্রী সংখ্যা । সাধারণ দূরপাল্লার ট্রেন তো বটেই, ব্যস্ত ট্রেন হিসেবে পরিচিত দূরপাল্লার ট্রেনগুলিও চলছে কম যাত্রী নিয়ে ।
কোরোনা-আতঙ্ক : হাওড়া স্টেশনে কমেছে দূরপাল্লার যাত্রী সংখ্যা
কোরোনা আতঙ্কে উল্লেখযোগ্যভাবে কমেছে রেলের যাত্রী সংখ্যা । সাধারণ দূরপাল্লার ট্রেন তো বটেই, ব্যস্ত ট্রেন হিসেবে পরিচিত দূরপাল্লার ট্রেনগুলিও চলছে কম যাত্রী নিয়ে ।
বর্তমান হিসাব বলছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে রিজার্ভেশনের যাত্রী কমেছে 27 শতাংশ । যা অনেকটাই কম । এর পাশাপাশি বাতিল হচ্ছে টিকিটও । বেড়াতে যাবেন বলে মাস তিনেক আগে যাঁরা টিকিট কেটেছিলেন তাঁরাও বাতিল করছেন সেই টিকিট । যার ফলস্বরূপ পরিসংখ্যান নেমেছে এতটা । যাত্রী কমার কারণ যে কোরোনা আতঙ্ক, তা কার্যত স্বীকারও করেছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ইশাক খান ।
যাত্রী সংখ্যা কমার দরুন আগেই একাধিক ট্রেন বাতিল হয়েছে রেলের অন্যান্য ডিভিশনে । এবার যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে একই পথে হাঁটতে চলেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনও । এনিয়ে DRM ইশাক খানের বক্তব্য, এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি । তবে যাত্রী সংখ্যা কম হওয়া নিয়ে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে । সেখানে কাল ও রবিবার বেশ কিছু ট্রেন বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পূর্ব রেল । পরিসংখ্যান অনুযায়ী, যে সমস্ত ট্রেনের যাত্রী সবচেয়ে কম রয়েছে, বিগত কয়েকদিনে সেরকমই কিছু ট্রেন বাতিল করা হতে পারে ।