আমতা, 20 ফেব্রুয়ারি : ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুতে (Student Leader Anish Khan Death) ক্ষোভে ফুটছে হাওড়ার আমতা ৷ যার আঁচ এলাকা ছাড়িয়ে ক্রমে ছড়াচ্ছে ৷ ঘটনার প্রতিবাদে রবিবার আমতার বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুব সংগঠনগুলি ৷ আমতার কলতলা মোড় থেকে মিছিল করে আমতা থানার দিকে মিছিল করেন বিক্ষোভকারীরা ৷ কিন্তু মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ ৷ আমতা থানার কয়েকশো মিটার করা হয়েছিল ব্যারিকেড ৷ বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই-সহ অন্যান্য বাম ছাত্র-যুব সংগঠনের কর্মীরা ৷ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিও হয় তাঁদের ৷ আনিশের হত্যাকারীদের পুলিশ আড়াল করতে চাইছে বলে তাঁদের অভিযোগ ৷
আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই পড়ুয়া বিভিন্ন নাগরিক আন্দোলনের পরিচিত মুখ ছিলেন ৷ সম্প্রতি তিনি আইএসএফে যোগ দেন ৷ এই দলে যোগ দেওয়াই আনিসের কাল হল কিনা, সে প্রশ্ন আগেই উঠেছে ৷ জানা গিয়েছে, প্রাণ সংশয়ের কথা জানিয়ে আগেই পুলিশকে চিঠি দিয়েছিলেন আনিশ ৷ তারপরেও তাঁর এই রহস্য মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়েছে ৷ শুক্রবার রাতে আনিশের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে যে চার ব্যক্তি এসেছিল তারা যদি পুলিশ না হয় তবে তারা কারা ? এই প্রশ্নও উঠছে ৷ ঘটনায় এখনও কেন কাউকে গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন তুলছে মৃত ছাত্র নেতার পরিবার-প্রতিবেশীরা ৷
আরও পড়ুন : পুলিশে ভরসা নেই, ছেলের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি আনিসের বাবার