কলকাতা, 7 মে : রাজ্যে করোনা মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন রাজ্যের ত্রাণ তহবিলে যথাসাধ্য সাহায্য করার ৷ সেই মতো রাজ্যের তরফে দুটি অ্যাকাউন্টও খোলা হয়েছে ৷ এবার সেই তহবিলে আইপিএল থেকে অর্জিত অর্থদান করলেন লক্ষ্মীরতন শুক্লা ৷
লক্ষ্মীরতন শুক্লার 40 তম জন্মদিন ছিল গতকাল অর্থাৎ 6 মে ৷ 2021 সালের আইপিএলে তিনি ধারাভাষ্য হিসাবে কাজ করেছিলেন কয়েকটি ম্যাচে ৷ সেখান থেকে অর্জিত অর্থের পুরোটাই তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ৷ সোশ্যাল মিডিয়ায় টুইট করে এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ৷