পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া পৌরনিগমে 700টি PPE দিলেন লক্ষ্মীরতন শুক্লা - হাওড়ার খবর

ব্যক্তিগত উদ্যোগে হাওড়া পৌরনিগমের কর্মীদের হাতে PPE তুলে দিলেন লক্ষ্মীরতন শুক্লা ।

howrah
howrah

By

Published : Apr 20, 2020, 3:36 PM IST

Updated : Apr 20, 2020, 5:08 PM IST

হাওড়া, 20 এপ্রিল : কোরোনা পরিস্থিতিতে পৌরনিগমের কর্মীদের হাতে PPE তুলে দিলেন লক্ষ্মীরতন শুক্লা । আজ মোট 700 PPE তুলে দেওয়া হয় পৌরকর্মীদের হাতে ।

রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাওড়া । ইতিমধ্যেই আক্রান্ত প্রায় 70 জন । রেড জ়োন হাওড়ায় কোরোনায় মৃত্যুও রয়েছে । সংক্রমণ ছড়াচ্ছে হাওড়ার বিভিন্ন এলাকায় । এই অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে প্রত্যহ কাজ করে চলেছেন পৌরনিগমের কর্মীরা । কিন্তু সকলের নেই PPE । এই পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে সাহায্য করলেন লক্ষ্মীরতন শুক্লা ।

আজ হাওড়া পৌরনিগমের কমিশনার বিজিন কৃষ্ণের হাতে 700

টি PPE তুলে দেন লক্ষ্মীরতন শুক্লা । দেন সচেতনতার বার্তাও ।

Last Updated : Apr 20, 2020, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details