হাওড়া, 3 এপ্রিল: রবিবার রাত 9টা নাগাদ বেলুড় মঠে গঙ্গাতীরের পাশে মঠের অন্যান্য সন্ন্যাসীদের উপস্থিতিতে স্বামী প্রভানন্দজির শেষকৃত্য সম্পন্ন করা হয়। শনিবার সন্ধ্যায় বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের সহসভাপতি স্বামী প্রভানন্দজির জীবনবসান ঘটে। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্টের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলুড় মঠ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শনিবার সন্ধ্যা 6.50 মিনিটে শিশুমঙ্গল সেবা প্রতিষ্ঠান হাসপাতালে প্রয়াত হন স্বামী প্রভানন্দ। ওই দিন রাতেই তাঁর পার্থিব দেহ নিয়ে আসা হয় বেলুড় মঠে। রবিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বেলুড় মঠের সংস্কৃতি ভবনে স্বামী প্রভানন্দজির দেহ ভক্ত এবং দর্শকদের জন্য শায়িত রাখা হয়। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সঙ্ঘাধ্যক্ষকে শ্রদ্ধা জানাতে আসেন তাঁর অগণিত ভক্তবৃন্দ। গতকাল শুধুমাত্র বেলুড় মঠের সন্ন্যাসীদের উপস্থিতিতে অন্তরের শ্রদ্ধা ও চোখের জলে মঠ চত্বরেই স্বামী প্রভানন্দজিকে সমাধিস্থ করা হয়।