সাঁতরাগাছি, 9 মে : "যা ভোলা গুঁতো, যমরাজকে যমপুরীর একদম বাইরে দিয়ে আসবি ৷" বাংলা চলচ্চিত্রের এই বিখ্যাত সংলাপ আজও ভোলেনি বাঙালি ৷ তবে সেই 'ভোলা' চলচ্চিত্রের চরিত্র হলেও সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনিতে বসবাস ছিল আরেক ভোলা (ষাঁড়)। যাকে এলাকার সকলেই ভালবাসত । সেই আদরের ভোলার মৃত্যুর পর মনখারাপ হাওড়ার (Howrah News) সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনির বাসিন্দাদের । কয়েকদিন আগেই জলে ডুবে মারা যায় ভোলা । তার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করল সাঁতরাগাছি গভর্নমেন্ট কলোনির দুর্গা-কালী পুজো কমিটি (Last Rites of a Bull at Santragachi)। খাওয়ানো হল 150 লোক ৷
এলাকায় খুবই শান্তশিষ্ট হিসেবেই পরিচিত ছিল ষাঁড়টি ৷ দোকানের সামনে এসে দাঁড়ালেই মানুষজন তাকে রুটি, বিস্কুট খাওয়াত । শান্ত স্বভাবের কারণে ধীরে ধীরে এলাকার বাসিন্দাদের কাছেও আদরের পাত্র হয়ে ওঠে ভোলা । বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল সে ৷ চিকিৎসাও চলছিল ৷ এরইমধ্যে চলতি মাসের শুরুতে স্থানীয় একটি পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয় তার ৷