হাওড়া, 25 মে : পৌর নিগমের নির্বাচিত বোর্ড নেই ৷ যশ মোকাবিলায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিজে ঘুরে দেখলেন মন্ত্রী তথা হাওড়া পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় ।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ । ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, যশের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে হাওড়া জেলায় । জলমগ্ন হবে বিস্তীর্ণ এলাকা । তাই শহরের জল নিকাশি যাতে দ্রুত হয় তার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে হাওড়া পুর নিগম । আজ দুপুরে মন্ত্রী ও পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় নিজে এলাকা পরিদর্শন করেন । তাঁর সঙ্গে ছিলেন পৌর নিগমের কমিশনার ধবল জৈন । তিনি পৌর নিগমের আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন ।
সাতটি বোরো অফিস-সহ সব অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম । মূল কন্ট্রোল রুম হাওড়া পৌর নিগমে । পরিস্থিতি বুঝে সারারাত থাকতে পারেন সমবায় মন্ত্রী অরূপ রায় । তিনি জানিয়েছেন, জল নিকাশির জন্য 11টি পাম্প হাউস ছাড়াও মোট 70টি পাম্প চালানো হবে ।
আরও পড়ুন:শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার সিবিআইয়ের, নারদ মামলা হাইকোর্টেই
ইতিমধ্যে ত্রাণশিবির তৈরি করা হয়েছে । কোভিড রোগীদের জন্য 4টি ও নন কোভিডদের জন্য 12টি ত্রাণ শিবির থাকছে । ব্যবস্থা করা হয়েছে ত্রিপল ও ড্রাই ফুডেরও । প্রতিটি থানায় থাকছে গাছ কাটার টিম । বড় গাছের গুঁড়ি সরানোর জন্য ইতিমধ্যে পৌর নিগমের অফিসে এনে রাখা হয়েছে হাইড্রা মেশিন । জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে । দীর্ঘদিন পৌর নিগমের নির্বাচিত বোর্ড নেই । তা সত্ত্বেও যশের মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বলে জানান অরূপ রায় ৷