হাওড়া, 24 অগাস্ট : বিয়ে হয়েছিল মাস ছয়েক আগে ৷ অভিযোগ, বিয়ের পর থেকে টাকার জন্য মারধর করত স্বামী ৷ আর সেই টাকা না পেয়েই যুবতিকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মৃতের নাম অনন্যা কোলে ৷ ঘটনাটি হাওড়ার শিবপুর এলাকার বোষ্টমপাড়া লেনের ।
মাস ছয়েক আগে শিবপুরের বাসিন্দা সঞ্জু রায়ের সাথে পরিবারের অমতে বিয়ে করেন সদ্য আঠারোর অনন্যা । অভিযোগ, বিয়ের এক মাস পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় অনন্যার উপর । বাবারবাড়ি থেকে টাকা আনার জন্য বলা হত । না দিলে চলত অকথ্য অত্যাচার ৷ মাস তিনেক আগে শ্বশুরবাড়ি দাবি মতো পঞ্চাশ হাজার টাকাও দেয় অনন্যার পরিবার । কিন্তু তাতেও অত্যাচার থামেনি। ফের টাকা দাবি করে শ্বশুরবাড়ির লোকজন ৷ দিন সাতেক আগে ফের মারধর করা হয় ৷ কিন্তু, টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয় অনন্যার বাবারবাড়ির লোকজন ৷