পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ববি হাকিমের সামনেই বৈশালি ডালমিয়ার বিরুদ্ধে উঠল কাটমানির অভিযোগ - বৈশাখী ডালমিয়া

গতকাল হাওড়া জেলা কার্যালয়ে দলের বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম । অভিযোগ, সেই সময় ববি হাকিমের সামনেই কাটমানি ইশুতে বালির বিধায়ককে হেনস্থা করেন তফাজিল সাহেব ।

চলছে বৈঠক

By

Published : Jul 1, 2019, 4:37 AM IST

Updated : Jul 1, 2019, 9:46 AM IST

বালি, 1 জুলাই : তাঁকে প্রার্থী করে চমক দিয়েছিলেন নেত্রী । হাওড়ার বালি থেকে জিতিয়ে এনে বৈশালি ডালমিয়াকে দলের তরুণ মুখ হিসেবে তুলেও ধরেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, প্রথম থেকেই দলের একটা অংশ বৈশালির এই উত্থান সুনজরে দেখেনি । এবার সেই বৈশালি ডালমিয়ার বিরুদ্ধেই উঠল কাটমানির অভিযোগ । অভিযোগ তুললেন দলের এক প্রবীণ নেতা । তফাজিল আহমেদ নামক ওই নেতা প্রাক্তন কাউন্সিলরও বটে । দলীয় সভায় যখন বৈশালির বিরুদ্ধে সরব হচ্ছেন তফাজিল, তখন সেখানে উপস্থিত কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ।

রবিবার হাওড়া জেলা কার্যালয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম । ডাকা হয়েছিল বিধায়ক ও প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরদের । আগামী বিধানসভা ভোটের আগে ঘর গোছানোই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য । কিন্তু, সেই বৈঠকেই উঠে এল গোষ্ঠী কোন্দলের ছবি । কাটমানি নিয়ে সরাসরি বৈশালির বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন কাউন্সিলর । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি বৈশালি । তিনি বলেন, "কোনও প্রমাণ ছাড়াই কাটমানি নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তফাজিল সাহেব । বিভিন্ন সরকারি প্রকল্প ও NGO থেকেও নাকি আমি টাকা নিয়েছি ।" তাঁকে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ তুলে বৈশালি বলেন, ''এক সপ্তাহের মধ্যে এই অভিযোগের প্রমাণ দিতে না পারলে তফাজিলের বিরুদ্ধে মানহানির মামলা করব ।'' নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন বৈশালি । তবে, দলের অভ্যন্তরীণ বৈঠক নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তফজিল । তাঁর স্পষ্ট কথা, "এ বিষয়ে আমি কিছু বলব না।"

অন্যদিকে, উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার বিরুদ্ধে সরব হন প্রাক্তন কাউন্সিলর গৌতম চৌধুরি। তিনি বলেন, "লোকসভা ভোটের সময় মন্ত্রী ভোটের কাজ ছেড়ে নিজের জন্মদিন পালন করতে বেশি ব্যস্ত ছিলেন । তাঁর এই কাজ মানুষ ভালোভাবে নেয়নি ।"

Last Updated : Jul 1, 2019, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details