হাওড়া, 4 নভেম্বর: হাওড়া (Howrah) জেলায় প্রাচীনতম কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম উলুবেড়িয়ার প্রাচীন বুড়িমার মন্দির (Burima Kali Puja)। প্রায় 400 বছরের পুরনো এই মন্দির । দেবী এখানে বুড়িমা নামেই খ্যাত । প্রতি অমাবস্যায় উপচে পড়ে খলিসানি দক্ষিণা কালী মন্দিরে ভক্তদের ভীড় । এবারও তার অন্যথা হয়নি ৷
প্রতি কালীপুজোর দিনে ভক্তদের ঢল নামে এই খলিসানির মন্দিরে । জনশ্রুতি অনুযায়ী এই দেবীর কাছে ভক্তি মনে অন্তর থেকে করুণা ও আশীর্বাদ চাইলে যে কোনও দুরারোগ্য ব্যাধিও সেরে যায় । এখানে নিষ্ঠা ভরে মানত করলে সব মনস্কামনা পূর্ণ হয় । এই বিশ্বাসেই ভর করে সারা বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা খলিসানি কালীতলার কালী মন্দিরে পুজো দিতে আসেন অগণিত ভক্ত ।
তবে কালীপুজোর দিন মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না । হাওড়া জেলার উলুবেড়িয়া রাজাপুর থানার খলিসানি এলাকায় এই কালী মন্দিরের বয়স সাড়ে তিনশো বছরেরও বেশি । 16 নং জাতীয় সড়কে খলিসানি কালীতলা মোড়ে নেমে পশ্চিম দিকে 10 মিনিটের হাঁটা পথের পরেই দেখা যাবে সবার প্রিয় বুড়িমার মন্দির ।
আরও পড়ুন:Kali Pujo 2021: সারা বছর শান্ত রূপ, কালী পুজোতে এলোকেশী উগ্ররূপী বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মা
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রথমে আমতার নিকটবর্তী জগৎপুর গ্রামে দেবীর ঘট প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন ভট্টাচার্য । পরে দেবীর স্বপ্নাদেশ পেয়ে তাঁর নির্দেশিত স্থানের খোঁজ নিতে চলে আসেন এই এলাকাতেই, গৌরী নদীর তীরে । এই শ্মশানের মাঝে কালী মূর্তি স্থাপন ও প্রতিষ্ঠা করেন তিনি । এলাকার বাসিন্দাদের মতে, আগে ঘন জঙ্গলে ঢাকা থাকার কারণে এই এলাকায় জনসংখ্যা খুবই কম ছিল । শুধু তাই নয়, ঘন জঙ্গলের কারণে ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে এই এলাকা । সেই কারণে গভীর জঙ্গলের মধ্যে সংকীর্ণ পথ দিয়ে দিনের বেলাতেও মানুষ এই জঙ্গল পার হতে ভয় পেতেন । মন্দিরের সেবায়েত নিমাইচন্দ্র ভট্টাচার্য জানান, 22টি গ্রামের মানুষ তাঁদের বাড়ির যাবতীয় শুভ কাজকর্ম শুরু করার আগে এই বুড়িমায়ের পুজো দিয়ে তবেই কাজ শুরু করেন এবং কালীপুজোয় লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মন্দিরে ।
বুড়িমার মন্দিরে পুজো দিতে ভক্তরা আরও পড়ুন :Kali Pujo 2021 : কাঁথির ক্লাব ইন্দিরার কালীপুজোয় এবছর দেখা মিলবে রাজস্থানের রাজপ্রাসাদের
করোনা আবহেও আজ সকাল থেকেই উপচে পড়া ভক্তদের ভিড় মন্দিরে । এই বুড়িমার মন্দিরে পুজোর পাশাপাশি এলাকায় প্রায় 150টিরও বেশি কালীপূজা হয় । প্রতিটা পূজা মণ্ডপ বুড়িমার মন্দিরে আগে পুজো দিয়ে তারপরে নিজেদের মণ্ডপের শ্যামা পুজো শুরু করেন ।
আরও পড়ুন :North Dinajpur Kali Puja : হাটপাড়ার টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার থেকে ব্রিটেনে