পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বলে-কয়ে নয়, আত্মহত্যা চুপচাপই করা হয় ; বাবুলকে খোঁচা জয়ের - বাবুল সুপ্রিয়

যাঁরা আত্মহত্যা করেন বা সন্ন্যাস নেন, তাঁরা চুপচাপ সেটা করেন । বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) নিয়ে জল্পনাকে ঘিরে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)।

jay banerjee taunts babul supriyo over his resignation decision
যাঁরা আত্মহত্যা করেন তাঁরা চুপচাপই করেন, বাবুলকে খোঁচা জয়ের

By

Published : Aug 2, 2021, 12:35 PM IST

হাওড়া, 2 অগস্ট : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জল্পনাকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। তাঁর দাবি, যাঁরা আত্মহত্যা করেন বা সন্ন্যাস নেন, তাঁরা চুপচাপ সেটা করে ফেলেন । আর যাঁরা বারবার করব বলেন, তাঁরা কিছুই করেন না ।

বিজেপি নেতার দাবি, বিধানসভা নির্বাচনে অত্যন্ত খারাপ ফলাফলের পর দলের কঠিন সময় চলছে । এই সময়ে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেওয়াটাই একমাত্র কাজ । আর সেটা চুপচাপ করাই উচিত । তিনি আরও বলেন, বিজেপি একটি সভাপতিত্বমূলক দল । এই দলে সভাপতি শেষ কথা বলবেন । তাই রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বাবুল সুপ্রিয়র পছন্দ নাও হতে পারে । কিন্তু দলে থাকতে গেলে তাঁকে মেনে নিয়েই থাকতে হবে ৷

জয়ের যুক্তি, যদি বাবুল দল ছেড়েই দিতে চান, তাহলে সেটা তাঁর ব্যক্তিগত বিষয় । কিন্তু দলে থাকতে গেলে দলীয় শৃঙ্খলা মেনেই থাকতে হবে । বাবুলকে কটাক্ষ করে জয় বলেছেন, "তাঁর গাওয়া সব গান তো জনপ্রিয় হয় না । কখনও ফ্লপও হয় । তাই একটা সাধারণ মানসিকতা রেখে চলা উচিত । অহংকার না করে বরং সাধারণ মানসিকতা নিয়ে চলাই কাম্য ৷"

আরও পড়ুন:'অন্য দলে যাচ্ছি না' লেখা পোস্ট মুছে জল্পনার কেন্দ্রে বাবুল

উত্তর চব্বিশ পরগনাতে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ডাকা সাংবিধানিক সভাতে তিনজন বিজেপি বিধায়কের অনুপস্থিতি নিয়েও উষ্মা প্রকাশ করেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই কঠিন সময়ে কথা কম বলে নিজেদের কাজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ ।

আরও পড়ুন :Babul Supriyo Quits Politics : শীর্ষ নেতৃত্ব থেকে গুরুত্ব না পেয়েই কি এই সিদ্ধান্ত বাবুলের !

রাজনীতিকে 'আলবিদা' জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বাবুল সুপ্রিয় ৷ ফেসবুক পোস্টে তিনি জানিয়ে দেন কংগ্রেস, সিপিএম বা তৃণমূল কোনও দলেই যোগদান করছেন না ৷ তবে কিছুটা হেঁয়ালি রেখে সেই পোস্টেই বাবুল লেখেন, তাঁকে কোনও দল ডাকেওনি ৷ ফেসবুক পোস্টের এই কয়েকটি লাইন নিয়ে জল্পনা তৈরি হয় ৷

আরও পড়ুন:নাড্ডার সঙ্গে বৈঠক, বিজেপিতেই থাকার ইঙ্গিত বাবুলের

বাবুলকে খোঁচা জয়ের

এরপরই নিজের ফেসবুক পোস্ট থেকে অন্য দলে যোগদানের প্রসঙ্গটি মুছে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ ফলে জল্পনার আগুনে ঘৃতাহুতি পড়ে ৷ বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন, সাংসদ পদও ছাড়ছেন এ কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বাবুল ৷ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি মোহনবাগানের সমর্থক হয়েই থাকবেন ৷ কিন্তু অন্য দলে যোগদানের বিষয়ে বাবুলের এই পোস্ট মুছে দেওয়ার ঘটনায় তুমুল জল্পনা তৈরি হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details