পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Woman Shot Dead: জাতীয় সড়কে দুষ্কৃতী হামলার অভিযোগ, শিশুকন্যার সামনেই গুলিতে খুন মা - Jharkhand Mother Shot dead News

ঝাড়খণ্ড থেকে কলকাতা যাওয়ার সময় গাড়ি থামিয়ে স্বামী প্রকাশ কুমার শৌচকর্ম করতে বেরিয়েছিলেন ৷ সেই সময় গাড়িতে তাঁর স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে (Women murdered inside Car near Bagnan) ৷

Murder
ETV Bharat

By

Published : Dec 28, 2022, 9:59 AM IST

Updated : Dec 28, 2022, 2:13 PM IST

বাগনান (হাওড়া), 28 ডিসেম্বর: জাতীয় সড়কের খুন ঝাড়খণ্ডের বাসিন্দা এক মহিলা ৷ বুধবার ভোর 6টা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান এলাকার মহিষরেখা সেতুর কাছে ৷ সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরছিলেন কুমার দম্পতি ৷ সঙ্গে ছিল তাঁদের আড়াই বছরের শিশুকন্যা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগনানের মহিষরেখা সেতুর সামনে জাতীয় সড়কের একপাশে গাড়ি থামিয়ে শৌচকর্ম সারতে বেরিয়েছিলেন প্রকাশ কুমার ৷ সেখানে হঠাৎ নাকি ওই দম্পতির উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ শিশুকন্যার সামনেই গাড়িতে মাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ।

সূত্রে জানা গিয়েছে, মৃতা মহিলার নাম রিয়া কুমারী ৷ তাঁরা রাঁচির বাসিন্দা ৷ পুলিশ জানিয়েছে, আড়াই বছরের মেয়ে এবং স্ত্রী রিয়াকে নিয়ে গাড়ি চালিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসছিলেন প্রকাশ কুমার ৷

পুলিশকে দেওয়া বয়ানে প্রকাশ জানান, মহিষরেখা সেতুর কাছে তাঁরা গাড়ি থামান ৷ শৌচকর্ম সারতে গাড়ি থেকে নামেন তিনি ৷ সেই সময় আচমকা ছিনতাই করতে চড়াও হয় তিনজন দুষ্কৃতী ৷ তখন বাধা দেন রিয়া ৷ এরপরই খুব কাছ থেকে রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ রিয়ার কানের পাশে গুলি লাগে ৷ ঘটনাস্থলে মারা যান তিনি । সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

আরও পড়ুন: বিমানে ভিন রাজ্যে পৌঁছে স্ক্রু ড্রাইভার দিয়ে খুন তরুণীকে

প্রকাশের দাবি, এই হামলার পর কাউকে না দেখতে পেয়ে রক্তাক্ত-মৃত রিয়াকে নিয়ে গাড়ি চালিয়ে রাজাপুর থানার পীরতলায় আসেন তিনি ৷ একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে সেখানে স্থানীয়দের সবকিছু জানান প্রকাশ ৷ এরপর এলাকাবাসীদের সাহায্যে পুলিশকে খবর দেওয়া হয় ৷ পাশাপাশি রিয়াকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

হাসপাতালে আসে পুলিশ। সেখান থেকে তারা রিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ কী ভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, এর নেপথ্যে কারা- তা নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ ৷ মৃতার স্বামী প্রকাশকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ শুধুমাত্র ছিনতাইয়ে উদ্দেশ্যে রিয়াকে খুন করা হয়েছে, এটা মানতে নারাজ তদন্তকারী অধিকারিকরা ৷ জাতীয় সড়কের পাশে গাড়ি থামানো থেকে শুরু করে গাড়ি থেকে প্রকাশের নেমে যাওয়া- এই পুরো ঘটনা নিয়ে যথেষ্ট ধন্দের মধ্যে রয়েছে পুলিশ ৷ এমনকী প্রাথমিক তদন্তের পরে গোটা ঘটনাটি সাজানো হতে পারে বলেও মনে করছেন তাঁরা ৷ একমাত্র সাক্ষী প্রকাশকে যথাযথ জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন: দেরাদুনে নৃশংস খুন ! স্ত্রীকে হাতুড়ির আঘাত-ইনজেকশন স্বামীর

Last Updated : Dec 28, 2022, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details