হাওড়া, 29 জুন :স্বরাষ্ট মন্ত্রকের (Union Home Ministry) তালিকায় 74 নম্বরে স্থান পেল হাওড়া গ্রামীণের জগৎবল্লভপুর থানা (Howrah Jagatballavpur PS) ।
জানা গিয়েছে যে যোগ্যতা নির্ণয়ক প্রশ্নগুলির অধিকাংশ উত্তর সঠিক দেওয়ায় রাজ্যের সেরা থানা হিসেবে বিবেচিত হয় হাওড়া গ্রামীণের জগতবল্লভপুর থানা । স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে 74 নম্বরে রয়েছে জগতবল্লভপুর থানার নাম ।
মূলত, সাতটি বিষয়ের উপরে বিচার করে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রক । যার মধ্যে মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা, সমাজের নিম্ন আয়ের মানুষের উপরে অপরাধের সংখ্যা, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, নিরুদ্দেশ হওয়ার তথ্য, অপরিচিত ব্যক্তি উদ্ধারের সংখ্যা, অপরিচিত মৃতদেহ উদ্ধারের সংখ্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয় ।