হাওড়া, 13 জুন :গত কয়েকদিন ধরে বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়া ৷ রাজ্যের অন্য কয়েকটি এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে ৷ ফলে হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ সোমবার সকাল থেকে ফের তা চালু হয়েছে (Howrah Internet Service) ৷
হাওড়ার অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে ও হিংসার উপরে নিয়ন্ত্রণ আনতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নবান্ন থেকে । সেই মতো জেলা জুড়েই বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা । ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই । পরিস্থিতি এমন দাঁড়ায় যে বহু মানুষ চাকরি বাঁচাতে গঙ্গাপাড়ে গিয়ে অফিস সারেন ।
অনেক ব্যবসায়ীরা কলকাতা ও হুগলি জেলাতে আত্মীয়দের বাড়িতে গিয়ে তাঁদের ব্যবসার কাজ করেন । ইন্টারনেট বন্ধের কারণে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছিলেন অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্তরা । পরিষেবা বন্ধ থাকার জন্য অনলাইনে অর্থ লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ ছিল । সোমবার সকাল থেকে ফের ইন্টারনেট চালু হওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়াবাসী ৷