হাওড়া, 28 মে:বিতর্ক ও গোষ্ঠীদ্বন্দ্ব যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না শাসকদলের । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতই দলের শৃঙ্খলা ও ঐক্যর পক্ষে সওয়াল করুন, ততই যেন বিভিন্ন জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে ৷ নিচুতলার কর্মী-সমর্থক থেকে দলের নেতৃত্বের গোষ্ঠীকোন্দলে জেরবার অবস্থা হাওড়া তৃণমূল কংগ্রেসের । শিবপুর বিধানসভা এলাকাতে গোষ্ঠীকোন্দল নয়া মাত্রা পেয়েছে ৷ বিধায়কের বিরুদ্ধে শৌচালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শৌচালয়ও বন্ধ হয়ে যাচ্ছে বলে বিজেপির অভিযোগ ৷
হাওড়ার এক দলীয় বিধায়ককে 'গুন্ডা' বলে কটাক্ষ করেছেন হাওড়া পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি লক্ষ্মী সাহানী । রবিবার তিনি জানিয়েছেন, একটা স্বপ্ন নিয়ে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে গৌতম চৌধুরীকে জিতিয়ে এনেছিলেন । এখন অনুভব করছেন সেটা ভুল করে ফেলেছেন । অভিযোগ, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা দখল করতে চাওয়াই ওই বিধায়কের মূল উদেশ্য । আর যেহেতু লক্ষ্মী সাহানী ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ছিলেন তাই তাঁকে অপমানিত হতে হচ্ছে । দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি ইতিমধ্যেই পৌরনিগম-সহ দলের নেতৃত্বকে জানিয়েছেন ৷
লক্ষ্মী সাহানীর দাবি, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাতে অনেক অর্থের প্রলোভন থাকা সত্ত্বেও তিনি সেই প্রলোভনে পা দেননি । তবে বর্তমান বিধায়ক দুর্নীতি ও তোলাবাজির রাস্তাতেই হাঁটছেন । আর প্রাক্তন পৌর প্রতিনিধি হিসাবে তাঁর পথের বাধা হওয়ার জন্য উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী শনিবার ফোন করে তাঁকে অপমান করেছেন । তাঁর আরও দাবি, হাওড়া বাসস্ট্যান্ড ও দীঘা বাসস্ট্যান্ড সর্বদা কর্মব্যস্ত একটি জায়গা । এই জায়গায় প্রত্যেকদিন লক্ষাধিক মানুষের আসা যাওয়া রয়েছে । আর এই কর্মব্যস্ত এলাকার সবক'টি শৌচালয় চার দিন ধরে বন্ধ হয়ে রয়েছে । বিধায়কই তা বন্ধ করে রেখেছেন ৷
যদিও বিষয়টি নিয়ে বিধায়ক গৌতম চৌধুরী প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি । তাঁর দাবি, বিষয়টি নিয়ে তাঁর কাছে দলের তরফে কিছু জানতে চাওয়া হয়নি ৷ দল জানতে চাইলে তিনি দলকে সব জানাবেন । এদিকে, হাওড়া স্টেশন সংলগ্ন শৌচালয়গুলি বন্ধ থাকার জন্য পাশের নিকাশি নালাতেই বাধ্য হয়ে শৌচকর্ম করছেন পুরুষ পথচারীরা । যদিও শৌচালয়গুলি বন্ধ থাকার দরুণ সবচেয়ে সমস্যায় পড়েছেন মহিলারা । হাওড়া স্টেশনে আসা যাত্রীরা এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন ৷ শৌচালয়গুলি খুলে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা ৷