পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শরীরে আঘাতের চিহ্ন, লাইনের ধারে যুবতির অচৈতন্য দেহ উদ্ধার রেল পুলিশের - potashpur

রেললাইনের ধারে উদ্ধার গুরুতর আহত মহিলা যাত্রী ৷ ঘটনা রবিবার রাতের ৷ হাওড়া জেলা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ৷ কীভাবে ঘটল দুর্ঘটনা ? তিনি কি ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন নাকি কেউ তাঁকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল? এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি এখনও ৷ রেল পুলিশের বক্তব্য মহিলা যতক্ষণ কথা বলার মতো অবস্থায় না আসবেন, ততক্ষণ পর্যন্ত কোনও তথ্য জানা যাবে না ৷

Women passengers body found from railway track
জখম মহিলা যাত্রী

By

Published : Mar 10, 2020, 11:32 AM IST

হাওড়া, 10 মার্চ : রবিবার রাতে গুরুতর জখম অবস্থায় রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয় এক যুবতিকে ৷ RPF এবং GRP কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভরতি করেন ৷ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ তাঁর নাম মল্লিকা সিং (30) ৷ তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ৷ মনে করা হচ্ছে, আপ মেচেদা লোকালের শেষের কামরা থেকে তিনি পড়ে যান ৷

হাসপাতাল সূত্রের খবর, ওই যাত্রী এখন কথা বলার মতো অবস্থায় নেই । দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন,‘‘ওই যুবতি কথা না বলা পর্যন্ত বোঝা যাচ্ছে না তিনি ট্রেন থেকে পড়ে গেছেন কিনা । চিকিৎসকের অনুমতি নিয়েই রেল পুলিশ তাঁর সঙ্গে কথা বলবে ।’’

ওই মহিলাকে সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় রেললাইনের ধার থেকে । তারপর থেকে কথা বলার মতো অবস্থায় নেই তিনি । ফলে সেই রাত্রে তাঁর সঙ্গে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কিনা, নাকি তিনি ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন সে সম্পর্কে নিশ্চিত নয় রেল পুলিশ ।

তবে বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যৌন হেনস্থার পর ওই মহিলাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় ৷ সরকারিভাবে এ বিষয়ে এখনও কোন তথ্য জানানো হয়নি ৷ মহিলা কথা বলার মতো অবস্থায় না আসা পর্যন্ত কোনও তথ্য জানা যাবে না, জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করেনি মহিলার পরিবার ।এ বিষয়ে পরে যদি কোনও লিখিত অভিযোগ দায়ের হয় তার ভিত্তিতে তদন্ত হবে বলে জানা গেছে ৷

ABOUT THE AUTHOR

...view details