হাওড়া, 23 ডিসেম্বর : নর্দমা থেকে উদ্ধার করা হল একটি ভ্রূণ । হাওড়া থানার 9 নম্বর কালিতলা লেনের ঘটনা ।
নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ - নর্দমায় শিশু ভ্রূণ উদ্ধার হাওড়া
সোমবার বিকেলবেলা হাওড়া থানার 9 নম্বর কালিতলা লেনের কাছে একটি নর্দমায় ওই ভ্রূণ ভাসতে দেখে এক নাবালক । পুতুল মনে করে সে নর্দমা থেকে তুলে আনে । তারপর বোঝা যায় সেটি আসলে একটি মাস তিনেকের একটি ভ্রূণ । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । এরপর পুলিশ ভ্রূণটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
![নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5471651-thumbnail-3x2-h.jpg)
সোমবার বিকেলবেলা হাওড়া থানার 9 নম্বর কালিতলা লেনের কাছে একটি নর্দমায় ওই ভ্রূণ ভাসতে দেখে এক পথশিশু । পুতুল মনে করে সে নর্দমা থেকে তুলে আনে । তারপর বোঝা যায় সেটি আসলে একটি মাস তিনেকের ভ্রূণ । এই ঘটনায় কে বা কারা নর্দমায় ভ্রূণটিকে ফেলে দিয়ে গেছে তা জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । এরপর পুলিশ ভ্রূণটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেউ রাতের অন্ধকারে ফেলে যেতে পারে । এ বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । ঘটনার তদন্তে অগ্রগতি আনতে রাস্তায় লাগানো সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।