হাওড়া, 1 নভেম্বর:ভারতীয় রেল 16 নভেম্বর দিল্লি থেকে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে 'ভারত গৌরব ট্রেন সফর' শুরু করছে । আইআরসিটিসি’র দ্বারা পরিচালিত এই উত্তর-পূর্ব ভারত সফরে অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড , ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে । জনপ্রিয় 'উত্তর-পূর্ব উদ্ভাবন' 16 নভেম্বর থেকে প্রস্তুত দিল্লির সফদরজঙ্গ রেলওয়ে স্টেশন থেকে । এটি 14 দিন রাত্রি ও 14 দিন সকালের সফর হবে বলেই জানানো হয়েছে ।
আরও পড়ুন:দেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে আসছে 'ভারত গৌরব ট্রেন'
কী কী সুবিধা পাবেন ?
এই সফরে ডিলাক্স এসি টুরিস্ট ট্রেন থাকবে যাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কামরার সুবিধা পাওয়া যাবে । এছাড়াও যাত্রী সুরক্ষাতে সিসিটিভি ক্যামেরা, রেল সুরক্ষা বল, ডাক্তারের সুবিধাও দেওয়া হবে বলেই জানানো হয়েছে । অসমের গুয়াহাটি , শিবসাগর , জোরহাট এবং কাজিরাঙা, ত্রিপুরার উনাকোটি, আগরতলা এবং উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর এবং কোহিমা, মেঘালয়ার শিলং এবং চেরাপুঞ্জি অর্ন্তভুক্ত করা হয়েছে ।