পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

curtains, pillow returning in Express Trains: এক্সপ্রেস ট্রেনে ফিরছে পর্দা, চাদর, বালিশ - এক্সপ্রেস ট্রেনে ফিরছে পর্দা, চাদর, বালিশ

ভারতীয় রেলে আবারও ফিরছে বগির জানলার পর্দা, সুতির চাদর ও বালিশ পরিষেবা (curtains, pillow returning in Express Trains)। রেলের সমস্ত জোনাল ম্যানেজারদের চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন রেল বোর্ডের অধিকর্তা বিপুল সিঙ্ঘল (bed cover, pillow returning in Express Trains) ৷

Indian Railways announces curtains , bed cover, pillow returning in Express Trains
এক্সপ্রেস ট্রেনে ফিরছে পর্দা, চাদর, বালিশ

By

Published : Mar 10, 2022, 4:56 PM IST

হাওড়া, 10 মার্চ: ভারতীয় রেলে আবারও ফিরতে চলেছে বগির জানলার পর্দা (curtains, pillow returning in Express Trains) ৷ ফিরছে সুতির চাদর, বালিশ ৷ করোনার সংক্রমণ কিছুটা কমতে আবারও আগের এই পরিষেবাগুলি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ৷

কোভিড বিধিনিষেধ গোটা দেশেই আগের তুলনায় অনেক শিথিল হয়েছে ৷ বিধি শিথিল করেছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সরকার ৷ এবার বিধিনিষেধ শিথিল করল ভারতীয় রেলও (Indian Railways news) ৷ রেল বোর্ডের তরফ থেকে পুনরায় ট্রেনের বগির জানলার পর্দা ও সুতির চাদর, বালিশ পরিষেবা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন:Several Express Train Cancelled : কুয়াশার দাপটে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের একাধিক এক্সপ্রেস ট্রেন

আজ ভারতীয় রেল বোর্ডের অধিকর্তা বিপুল সিঙ্ঘল রেলের সমস্ত জোনাল ম্যানেজারদের এই নিয়ে চিঠি দিয়েছেন । তাতে উল্লেখ করা হয়েছে, কোভিডের জন্য ট্রেনের বগির জানলার পর্দা, সুতির চাদর, বালিশ পরিষেবার (bed cover, pillow returning in Express Trains) উপরে যে নিষেধাজ্ঞা চাপানো ছিল, তা তুলে নেওয়া হচ্ছে ।

রেলের নির্দেশিকা

তিনি উল্লেখ করেন 5 ও 10 মে 2021 সালে নির্দেশিকা অনুযায়ী দূরপাল্লার যাত্রীদের জন্য ট্রেনের বগির জানলার পর্দা, সুতির চাদর, বালিশ পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল । এ বার থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় এই পরিষেবা ভারতীয় রেলের সব ক্ষেত্রেই চালু হতে চলেছে । এই ব্যবস্থা অবিলম্বে চালু করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে জানিয়ে রেলের সব জোনাল ম্যানেজারদের নির্দেশ দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details