কলকাতা, 10 সেপ্টেম্বর : ডায়াবেটিক্স নেই অথচ কম মিষ্টি দেওয়া মিষ্টি পছন্দ করেন ? কিংবা আপনি কি ডায়াবেটিক রোগী ? উভয়ের জন্যই সুখবর ৷ গণেশ চতুর্থী উপলক্ষে অভিনব লাড্ডু তৈরি করল সালকিয়ার ব্রজনাথ গ্রান্ড সন্স ৷ কম মিষ্টি দিয়ে তৈরি এই লাড্ডুর নাম দিয়েছেন অর্গানিক ডায়াবেটিক লাড্ডু । চেটেপুটে এই লাড্ডু খেতে পারবেন ডায়াবেটিক রোগীরাও । তাই গণেশ পুজোয় বেশ রমরমিয়ে বিক্রি হচ্ছে এই লাড্ডু ৷
বেশিরভাগ ডায়াবেটিক রোগীদেরই মিষ্টির প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে । ডাক্তারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দোকানে অথবা বাড়িতে প্রায়ই তাঁদের লুকিয়ে মিষ্টি খেতে দেখা যায় । উৎসবের সময় হলে আর কথাই নেই । মিষ্টি খাওয়ার প্রবণতা আরও বাড়ে ৷
অন্যদিকে, গণেশ চতুর্থীর মরসুম । অন্যান্য মোদক ও মিষ্টির পাশাপাশি গণেশ ঠাকুরের জন্যেও এবার ডায়াবেটিক লাড্ডুই নিয়ে যাচ্ছেন সকলে ৷ ডায়াবেটিক রোগীরা এবার অনায়াসেই আশ মিটিয়ে লাড্ডু খেতে পারবেন ৷
আরও পড়ুন :বাড়িতেই বানান বেসনের লাড্ডু