হাওড়া, 13 মার্চ : স্পা পার্লারের আড়ালে মধুচক্রের আসরের অভিযোগ । তাও আবার শহরের অভিজাত শপিং মলে ৷ এমনই দুটি জায়গার খবর পান হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের গোয়েন্দারা ৷ মূলত শিবপুর ও বেলুড়ে ৷ পুলিশ জানিয়েছে, গতকাল রাতে শিবপুর শপিং মলে অভিযান চালিয়ে 13 জন মহিলা ও 3 জন পুরুষকে আটক করেন গোয়েন্দারা ৷ অন্যদিকে বেলুড়ে থেকেও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা ৷
স্পায়ের আড়ালে দেহব্যবসার অভিযোগ, হাওড়ায় আটক 16
শপিং মল থেকে শুরু করে অভিজাত এলাকা । স্পায়ের রমরমা কারবার । অভিযোগ, অনেক স্পা পার্লারের আড়ালে চলে বেআইনি কাজ । প্রথমে ঝকঝকে বিজ্ঞাপন দেখে যে কারও চোখ ঝাঁঝিয়ে যাবে । কিন্তু আড়ালে চলছে রমরমিয়ে দেহব্যবসা ৷
স্পায়ের আড়ালে দেহব্যবসা, হাওড়ায় আটক 16
শপিং মল থেকে শুরু করে অভিজাত এলাকা । স্পায়ের রমরমা কারবার । অভিযোগ, অনেক স্পা পার্লারের আড়ালে চলে বেআইনি কাজ । প্রথমে ঝকঝকে বিজ্ঞাপন দেখে যে কারও চোখ ঝাঁঝিয়ে যাবে । কোথাও কোথাও থাইল্যান্ড ম্যাসাজ বা ওই সংক্রান্ত অন্যান্য ম্যাসাজের কথা লেখা ৷ কিন্তু আড়ালে চলছে রমরমিয়ে দেহব্যবসা ৷
পুলিশ সূত্রে খবর, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই দেহব্যবসার চক্র কোথায় কোথায় ছড়িয়েছে তা জানতে চলছে তদন্ত ৷