হাওড়া, 30 মার্চ : বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব জেলাতে বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশ যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে । মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বালি থানার এসআই রাজু কুমার ঘোষ, এএসআই শুভদীপ ঘোষ-সহ অন্যান্যরা বিশেষ অভিযান চালিয়ে শ্রী রবি রাস্তোগী নামে একজন অপরাধীকে গ্রেফতার করে (Illegal arms recovered from Howrah) ।
পুলিশ সূত্রে খবর, রাজু রাস্তগী নিশ্চিন্দা থানার এলাকায় বেলানগর রেল গেটের বাসিন্দা । রাজুকে বালির মালগুদাম ঘাট এলাকার জুট মিলের কাছে গ্রেফতার করে পুলিশ । তার থেকে একটি উন্নতমানের দেশিয় প্রযুক্তিতে তৈরি পাইপগান উদ্ধার হয় । যার দৈর্ঘ্য প্রায় 9.5 ইঞ্চি, ট্রিগার, চেম্বার, হাতুড়ি, কাঠের ফিটিংস বাট, বডি, ব্যারেল, কাজের অবস্থায় ফায়ারিং পিন-সহ চার রাউন্ড সক্রিয় কার্তুজ উদ্ধার হয় ।