সাঁকরাইল, 2 জুলাই: পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল কংগ্রেস বুথ দখল করতে এলে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাদেরকে পিটিয়ে বৃন্দাবন দেখানোর নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শনিবার বিকেলে সাঁকরাইল ব্লকে পঞ্চায়েত ভোটের প্রচারে একটি জনসভাতে যোগ দেন তিনি ৷ সেই সভা থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, "আপনারা কেন্দ্রীয় বাহিনীর কাজ করবেন ৷ তৃণমূল বুথ লুঠ করতে এলে তাদেরকে পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবেন ৷ আমি তার পরে দেখে নেব । ভয় পাবেন না ৷ নিজের বুথ বাঁচাতে কেউ গ্রেফতার হলে দল তার পাশে দাঁড়াবে । তার জামিনের ব্যবস্থা করবে ।" সুকান্ত দলীয় কর্মীদের আহ্বান জানান নিজেদের বুথকে সবচেয়ে শক্তিশালী করে তোলার জন্য ।
বিজেপির রাজ্য সভাপতি শনিবারের সভা থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দেন । রাজ্য থেকে তৃণমূলের সরকারকে উৎখাত করার প্রথম ধাপ পঞ্চায়েত বলে তিনি জানান ৷ সেখান থেকেই সকলের কাছে পরিবর্তনের সূচনা করার কথা বলেন সুকান্ত মজুমদার । পাশাপাশি তৃণমূল কংগ্রেসের হয়ে যারা গুন্ডামি করে তাঁদের উদ্দেশ্য সুকান্ত বলেন, "রাজ্যে সবচেয়ে বড় গুন্ডা ছিল অনুব্রত । তাঁর কী হাল হয়েছে সেটা সবাই জানে । তাই বাকিরা তো চুনোপুটি । তাদেরকে দমিয়ে দিতে বেশি সময় লাগবে না ।"