হাওড়া, 4 সেপ্টেম্বর : ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা । আইন কানুনের অবস্থা আরও খারাপ । তাই রাজ্যের হাল ফেরাতে এবং সর্বোপরি রাজ্যকে বিপদের হাত থেকে বাঁচাতে 356 ধারা প্রয়োগ করা প্রয়োজন । যদিও BJP-র তরফে, দলগতভাবে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । আজ হাওড়া শহরে গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও কর্মসূচিতে এসে এমন মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
কয়েকদিন আগে BJP-র সাংসদ সৌমিত্র খাঁ এখানেই এসে মন্তব্য করেছিলেন, "নভেম্বর মাসে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে রাজ্যে ।" এরপরই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়। সৌমিত্র খাঁ-র সেই মন্তব্যের প্রেক্ষিতে BJP-র রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই ধরনের মন্তব্য দলের সিদ্ধান্ত থেকে নয়। তবে বর্তমানে রাজ্যব্যাপী যা পরিস্থিতি তার ভিত্তিতে 356 ধারা প্রয়োগ প্রয়োজন ।"