পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-কে মিথ্যা মামলা দিলে নবান্ন খালি হয়ে যাবে : সায়ন্তন - BJP-র যুব মোর্চা

হাওড়া থানা ঘেরাও করে তা ভেঙে-গুড়িয়ে দেওয়া যেত বলে দাবি করেন সায়ন্তন । তাঁর মতে, যদিও সেই থানা পুনরায় গড়তে আবার তৃণমূল কাটমানি নেবে বলে থানা ভাঙা হল না ।

Howrah
হাওড়া

By

Published : Aug 23, 2020, 6:54 AM IST

হাওড়া, 22 অগাস্ট : BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে হাওড়া থানা ঘেরাও অভিযান করল হাওড়া সদর BJP । উপস্থিত ছিলেন BJP নেতা সায়ন্তন বসু, ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়ও । এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো । হাওড়া থানার আগেই গোটা এলাকা গার্ড রেল, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় । মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স । ছিল জল কামান ও বিশাল পুলিশ বাহিনী । কর্মসূচিতে BJP কর্মীদের সঙ্গে পুলিশের হালকা ধস্তাধস্তিও হয় ।

আজ দুপুরে হাওড়া ময়দানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় হাওড়া BJP-র যুব মোর্চার পক্ষ থেকে । প্রথমে BJP কর্মী-সমর্থকরা এই প্রতিবাদ সভায় যোগ দেন । পরে হাওড়া থানা ঘেরাও করেন । কর্মসূচিতে এসে BJP-র সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কোরোনা পরিস্থিতিতেও তৃণমূল সাধারণ মানুষকে ঘরে থাকতে দিচ্ছে না । BJP-র কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, তাই এই কর্মসূচি ।

কর্মসূচিতে এত সমর্থকের যোগদান । এবিষয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষ BJP-র কর্মসূচিতে যোগদান করছেন স্বতঃস্ফূর্তভাবে । পুলিশকে ব্যবহার করে তৃণমূল যে সন্ত্রাস চালাচ্ছে তার অবসান হতে চলেছে । পুলিশ BJP কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে । সাংবাদিকদের পর্যন্ত মিথ্যা মামলা দিচ্ছে ।"

অন্যদিকে সায়ন্তন বসু বলেন, "আমাদের যেসকল কর্মী-সমর্থক আজ এখানে এসেছে তাতে আজই হাওড়া থানা গুঁড়িয়ে দেওয়া যেত । কিন্তু নতুন থানা বানানোর বরাত দলীয় তৃণমূল ফের সেখান থেকেও কাটমানি পাবে । ইট, চুন, সুরকি সাপ্লাই করে টাকা রোজগার করা হবে, তাই আর থানা ভাঙচুর করা হল না ।" মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, " দিদিমণি এটা জেনে রাখুন, এভাবে BJP কর্মীদের গ্রেপ্তার করতে থাকলে ওদিকে কিন্তু নবান্ন খালি হয়ে যাবে । আর এভাবে নবান্ন খালি হয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু BJP নেবে না । আমাদের প্রমোদ দুবেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে । ওর মত রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক BJP কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে । পুলিশি অত্যাচার চলছে । এটা কিন্তু BJP মেনে নেবে না । প্রমোদ দুবে একটা কেস থেকে জামিন পেতে না পেতেই ফের তাঁকে আবার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details