বাগনান, 29 ডিসেম্বর: জনপ্রিয় ইউটিউবার রিয়া কুমারীর মৃত্যুর পিছনে তাঁর স্বামী প্রকাশ কুমারের হাত রয়েছে ৷ তদন্তে উঠে আসা এমন তথ্য পাশাপাশি তাঁর বয়ানের সঙ্গতি না থাকায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তাঁকে । নতুন করে ধোঁয়াশা তৈরি হচ্ছে এই অভিনেত্রীর মৃত্যু রহস্যকে ঘিরে ৷ রাঁচি থেকে গাড়িতে কলকাতায় আসছিলেন রিয়া ও তাঁর স্বামী প্রকাশ ৷ সঙ্গে ছিল তাঁদের আড়াই বছরের শিশুকন্যা ৷ জানা গিয়েছে, প্রকাশ গাড়ি থামিয়ে শৌচকর্ম করতে বেরিয়েছিলেন ৷ সেই সময় তাঁদের গাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় ৷ ছিনতাইয়ে বাধা দেন অভিনেত্রী রিয়া কুমারী ৷ তখন মেয়ের সামনেই মাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান ইউটিউবার-অভিনেত্রী রিয়া ৷
পুলিশকে দেওয়া প্রকাশের বয়ান অনুযায়ী, হাওড়ার বাগনানে মহিষরেখা সেতুর কাছে জাতীয় সড়কে ওই ঘটনাটি ঘটে ৷ লোকালয়ে সে সময় কাউকে দেখতে পাননি প্রকাশ ৷ গাড়িতে রক্তাক্ত-মৃত স্ত্রীকে নিয়ে রাজাপুর থানার পীরতলায় পৌঁছন তিনি ৷ সেখানে স্থানীয়দের সবকিছু খুলে বলেন তিনি ৷ পুলিশের কাছে খবর যায় ৷ রিয়াকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ তাঁর মৃতদেহ ময়নাদতন্তের জন্য পাঠানো হয় ৷ তদন্তে নামে পুলিশ ৷ প্রকাশের আচরণ এবং কথাবার্তায় প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল পুলিশের । শেষে টানা জেরার পর বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হল । আজ তাঁকে উলুবেড়িয়া আদালতে পেশ করা হবে ৷ তদন্তের স্বার্থে বিচারকের কাছে পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: জাতীয় সড়কে দুষ্কৃতী হামলার অভিযোগ, শিশুকন্যার সামনেই গুলিতে খুন মা