পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ত্রীকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর - Howrah

স্ত্রীকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর ৷ হাওড়ার শ্যামপুরের রতনপুর এলাকার ঘটনা ৷ সন্দেহের বশেই খুন বলে দাবি প্রতিবেশীদের ৷

husband murder wife at Howrah
স্ত্রীকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

By

Published : Jun 9, 2021, 4:25 PM IST

হাওড়া, 9 জুন :ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য় হাওড়ার শ্যামপুরের রতনপুর এলাকায় ৷ নিহত ও অভিযুক্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাঝেমধ্যেই নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড় হত ৷ কিন্তু মঙ্গলবার দিনভর কোনও অশান্তি হয়নি ৷ অথচ রাতে কী এমন হল, যে স্ত্রীকে এভাবে খুন করল স্বামী ? বুঝে উঠতে পারছেন না পরিবারের বাকি সদস্যরা ৷

নিহত মহিলার নাম দীপা মণ্ডল ৷ ফুচকা বিক্রি করে সংসার চালাতেন তিনি ৷ তাঁর স্বামী নবকুমার বছর খানেক ধরেই বেকার ৷ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যাতেও ভুগছিল সে ৷ প্রতিবেশীদের দাবি, স্ত্রীকে সন্দেহ করত নবকুমার ৷ তার ধারণা ছিল, অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে দীপার ৷ তার জেরেই এই খুন কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

ঘুমন্ত স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে স্বামী ৷

নবকুমারের দাদা সুকুমার মণ্ডল জানিয়েছেন, মঙ্গলবার রাত 11 টা নাগাদ একটা চিৎকার, চেঁচামিচি শুনতে পান তিনি ৷ নবকুমার ও দীপার ঘরের সামনে এসে দেখেন, ঘরের মেঝেয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন দীপা ৷ এই দৃশ্য দেখেই চিৎকার শুরু করে দেন সুকুমার ৷ তাঁর দাবি, ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারাল কাটারির কোপ মেরে তাঁকে খুন করে নবকুমার ৷

আরও পড়ুন :পরপর কন্যাসন্তান, 'কালো' বধূকে খুন করে পালাল শ্বশুরবাড়ির লোকজন

এরপর সুকুমার ও তাঁর স্ত্রীর দিকেও কাটারি নিয়ে ছুটে আসে নবকুমার ৷ প্রাণে বাঁচতে কোনও রকমে ঘরে ঢুকে পড়েন তাঁরা ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ পুলিশের হাত থেকে বাঁচতে নিজের মাথাতেও কাঠারির কোপ মারে নবকুমার ৷ পরে তাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয় ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details