পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagacha Incident: দরজা ভাঙতেই পচা গন্ধ ! জগাছায় স্ত্রীর মৃতদেহ আগলে বসে অসুস্থ স্বামী - living with dead body of wife

স্ত্রী মারা গিয়েছেন আনুমানিক 10-15 দিন হবে ৷ বাড়িটি সব দিক দিয়ে বন্ধ থাকায় কেউ কোনও গন্ধ পায়নি ৷ স্বামীরও শারীরিক শক্তি না থাকায় তিনিও সম্ভবত এই ঘটনা কাউকে জানাতে পারেননি ৷ মৃত স্ত্রীর কাছে বসেছিলেন (Husband living with dead body of wife) ।

Death
মৃতদেহ

By

Published : Feb 11, 2023, 3:57 PM IST

জগাছায় স্ত্রীর মৃতদেহ আগলে বসেছিলেন স্বামী

জগাছা, 11 ফেব্রুয়ারি: টানা 4-5 দিন ধরে মৃত স্ত্রীর দেহ আগলে বসে স্বামী ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হাওড়ার জগাছা থানা এলাকায় ৷ সূত্রের খবর, জগাছা থানার অন্তর্গত রামরাজতলা এলাকার নন্দীপাড়াতে শনিবার সকালে এক মহিলার পচন ধরে যাওয়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ তুষার চক্রবর্তী এবং তপতী চক্রবর্তী-প্রৌঢ় দম্পতি নন্দীপাড়ার বাড়িতে থাকতেন ৷ স্ত্রী'র মৃতদেহ উদ্ধারের পর সেই নন্দীপাড়ার বাড়ি থেকে স্বামীকেও বের করে আনল পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তাঁদের বন্ধ ঘর থেকে পচা গন্ধ পেয়ে এলাকার মানুষ জগাছা থানার পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখে ভিতরে ঢোকে ৷ ভিতরে ঢুকতেই দেখা যায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে তপতী দেবীর (67) পচা-গলা দেহ ৷ আর সেই মৃতদেহ আগলে ঘরের সামনে বসে তপতী দেবীর স্বামী তুষার চক্রবর্তী ৷ পুলিশ এসে তুষারবাবুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে ৷

আরও পড়ুন:ছেলের মৃতদেহ আগলে মা, রবিনসন স্ট্রিটের ছায়া কোচবিহারে

স্থানীয় স্বাস্থ্যকর্মী শুকান্তা কুণ্ডু জানান, শনিবার তাঁরা ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে ডাকাডাকি করেন ৷ বিগত দেড় মাসের বেশি সময় ধরে সেভাবে এলাকার বাসিন্দারা তাঁদের দেখা পাচ্ছিলেন না ৷ শনিবার বাড়ির জানলা খুলে ভিতরে সেভাবে কিছু দেখতে পাননি তিনি ৷ থানার অধিকারিকরা এসে শাবল দিয়ে দরজা ভাঙেন ৷ দরজার সামনে তুষার চক্রবর্তী মাটিতে পড়ে থাকলেও দরজার খিল খোলার পরে ছিটকিনি খোলার মতো শারীরিক ক্ষমতায় তাঁর ছিল না ৷ বাড়ির পাম্পও ইদানিং চালানো হত না বলেই জানান তিনি ৷ তার পরিবর্তে এক বালতি জল নিয়েই কাজ চালাতেন দম্পতি ৷ অনুমান, হয়তো জল খেয়েই এতদিন কাটিয়েছেন তুষার চক্রবর্তী । মৃতদেহর অবস্থা দেখে মনে করা হচ্ছে 10-15 দিন আগে তপতী দেবীর মৃত্যু হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুষার চক্রবর্তী বাটা কোম্পানি অবসরপ্রাপ্ত কর্মী ৷ 20 বছর আগে তাঁর একমাত্র মেয়ের বিয়ে দেন তিনি ৷ বেশ কয়েক বছর ধরে আত্মীয় ও মেয়ের সঙ্গেও কোনও যোগাযোগ ছিল না তাঁদের। মেয়েও তাঁর বাবা-মায়ের খোঁজখবর রাখতেন না-বলেই জানা গিয়েছে ৷ এমনকী এদিনও মৃতদেহ সৎকার ও বাবার দায়িত্ব এড়িয়ে গিয়েছেন মেয়ে ৷ আর্থিক অনটন ও হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা ৷ গতকাল সন্ধ্যার পর গোটা এলাকাতে তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়ার পর শনিবার এই ঘটনায় যথেষ্ট হতবাক এলাকার বাসিন্দারা ৷

আরও পড়ুন:রবিনসন স্ট্রিটের ছায়া এবার কাঁকসায় ! মায়ের পচাগলা দেহ আগলে ছেলে

ABOUT THE AUTHOR

...view details