হাওড়া, 16 জুন : দীর্ঘ দু'মাসের বেশি সময় ধরে লকডাউন ৷ বন্ধ ছিল পরিবহন ব্যবস্থা ৷ বন্ধ ছিল বাণিজ্য ৷ আর তারই প্রভাব পড়েছে মাছ ব্যবসায় ৷ তাই আনলক 1- এ নিয়ম শিথিল হওয়ার পরও সমস্যার সম্মুখীন হচ্ছেন হাওড়ার পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা ৷ তাঁদের সেই সমস্যা জানতেই হাওড়ার পাইকারি মাছ বাজারে গিয়েছিলেন ETV ভারতের প্রতিনিধি ৷ কথা বললেন সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে ৷ তাঁরা জানালেন, বর্তমানে রপ্তানি সামান্য বেড়েছে ঠিকই ৷ তবে, লকডাউন পরবর্তী পরিস্থিতিতে তা যথেষ্ট নয় ৷
হাওড়ার এই মাছ বাজার থেকে বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে যান ৷ অসম, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে এই বাজার থেকে মাছ রপ্তানি হয় ৷ কিন্তু কোরোনার জেরে ভোল পালটে গেছে এই পাইকারি মাছ বাজারের ৷ জোগান ঠিক থাকলেও হচ্ছে না রপ্তানি ।
লকডাউন ও লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কতটা প্রভাবিত হাওড়ার পাইকারি বাজার ?
- লকডাউনের আগে প্রতিদিন প্রায় 300 মেট্রিকটন মাছ রপ্তানি হত এই বাজার থেকে ৷
- লকডাউনে দিন প্রতি রপ্তানির পরিমাণ একধাক্কায় নেমে দাঁড়ায় 30 মেট্রিকটনে ৷
- বর্তমানে রপ্তানির পরিমাণ সামান্য বেড়েছে ৷ তবে, তার পরিমাণ 70 মেট্রিকটনের কাছাকাছি ৷
ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউনের নিয়ম শিথিল হলেও বাজারের পরিস্থিতিতে তেমন কোনও পরিবর্তন আসেনি ৷ আর সেটাই ভাবাচ্ছে তাঁদের ৷
কেন লকডাউন শিথিল হওয়ার পরও সমস্যার সম্মুখীন হচ্ছে হাওড়ার পাইকারি মাছ বাজার ?
ব্যবসায়ীদের মতে, প্রথমত, লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অনেকে ৷ যার জেরে মানুষের পকেটে টান পড়েছে ৷ আর তার প্রভাব পড়েছে মানুষের পাতেও ৷ তাই মাছ বিক্রির হার কমেছে ৷