হাওড়া, 12 জুন : আবহাওয়া অফিসের ঘোষণা মতই রাজ্যে এল বর্ষা । আজ সকাল থেকেই ছিল মেঘলা আকাশ । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে শুরু হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টি । বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা । ব্যাহত হয় যান চলাচল ৷ হাওড়ার রামচরণ শেঠ রোড, পঞ্চানন তলা রোড, দেশপ্রাণ শাসমল রোড, টিকিয়াপাড়া, দাসনগর, সালকিয়া সহ একাধিক জায়গা জল জমে যায় ।
বর্ষার প্রথম দিনেই জলমগ্ন হাওড়া, ভোগান্তি শহরবাসীর - জলমগ্ন হাওড়া
বর্ষার প্রথম বৃষ্টিতে জলমগ্ন হাওড়া ৷ রামচরণ শেঠ রোড, পঞ্চানন তলা রোড, দেশপ্রাণ শাসমল রোড, টিকিয়াপাড়া, দাশনগর, সালকিয়া সহ একাধিক জায়গা জল জমে যায় ।
সকাল থেকে দফায় দফায় বৃষ্টির জেরে জল জমে যাওয়া দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ । বৃষ্টির পাশাপাশি জমা জল, গর্ত এইসব পেরিয়েই সাধারণ মানুষকে যেতে হয় অফিস ও অন্যান্য কাজে । বর্ষার প্রথম দিনেই দুর্ভোগের এই ছবি হলে আগামী দিনে কী হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে । হাওড়া পৌরনিগমের বোর্ড এখনও গঠন না হওয়ায় কোন পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ ।
অন্যদিকে পৌরনিগমের তরফে জানানো হয়েছে, জল নিকাশি সবরকম ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে । হাওড়া পৌরনিগমের কমিশনার জানান, "ঘূর্ণিঝড়ের আমফানের সময় যে পাম্পগুলি শহরে বসানো হয়েছিল সেগুলি বর্ষার কথা ভেবে সরানো হয়নি । এরপর পরিস্থিতির দেখে প্রয়োজনে আরও পাম্প বাসানো হবে ।"