হাওড়া, 10 জুন :ইংল্যান্ডের একটি গবেষণামূলক সমীক্ষাতে উঠে আসা তথ্য অনুযায়ী হাওড়ার সামারিতান মিশন স্কুলকে পৃথিবীর অন্যতম দশটি সেরা স্কুলের মধ্যে একটি বলে ঘোষণা করে টি-ফোর এডুকেশন নামের একটি সংস্থা (Howrah School recognized as one of the top ten in the world)।
এই তথ্য সামনে আসার পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, "সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠে এই স্থানে পৌঁছেছে হাওড়ার সামারিতান মিশন স্কুল। এর জন্য অভিনন্দন।" মুখ্যমন্ত্রীর অভিনন্দনের পাশাপাশি সংস্থার সাফল্যে খুশি শিক্ষক থেকে ছাত্র সকলেই।
সংস্থার কর্ণধার মামুদ নাটকর জানান, পুরস্কার পেয়েছেন এতে তিনি খুশি। যদিও যে টিমের সঙ্গে তিনি কাজ করে চলেছেন এটা সকলের অংশীদারিত্বের জন্যই সম্ভব হয়েছে। তিনি বিবেকানন্দের বাণীতে অনুপ্রাণিত বলেই জানান। পাশাপাশি তিনি এও জানান, পুরস্কার পাওয়ার আনন্দ আরও বেশি হয়েছে মুখ্যমন্ত্রী অভিনন্দন জানানোই ৷