দাশনগর (হাওড়া), 30 জানুয়ারি: হাওড়ার দাশনগরের বালটিকুরির বাসিন্দা হৃষিতা বসু ৷ হাওড়ার সেন্ট থমাস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন তিনি ৷ কিন্তু, এটাই তাঁর একমাত্র পরিচয় নয় ৷ তাঁর পরিচয়, তিনি বিশ্বজয়ী ৷ অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপের সূচনা পর্বের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা ৷ সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মিডল অর্ডারের ব্যাটার হৃষিতা বসু (Hrishita Basu Member of India U19 Women T-20 World Cup) ৷ আর আজ 30 জানুয়ারি তাঁর জন্মদিনও বটে ৷ 18 বছর পূর্ণ করলেন হৃষিতা ৷ জন্মদিনে নিজেই নিজেকে সবচেয়ে বড় উপহার দিলেন তিনি ৷ বিশ্বজয়ের উপহার ৷
হাওড়ার সেন্ট থমাস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন হৃষিতা ৷ 2016 সালে 11 বছর বয়সে তাঁর ক্রিকেট খেলার হাতেখড়ি ৷ তাঁর বাবা নীলাদ্রি বসুও ক্রিকেট খেলতেন ৷ তবে, তিনি বড় মঞ্চে যাওয়ার সুযোগ পাননি ৷ তাই মেয়েকে ক্রিকেটার করতে চেয়েছিলেন ৷ বাবার সেই স্বপ্নকে নিজের লক্ষ্য করে পথচলা শুরু হৃষিতার ৷ আজ সেই স্বপ্নের একটা ধাপ পার করেছেন তিনি ৷ ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ জিতেছেন ভারতীয় দলের হয়ে ৷
হৃষিতারা বাবা নীলাদ্রি বসু এবং মা মালবিকা বসু ৷ হৃষিতা পরিবারে ছোট মেয়ে ৷ বাড়ি ছোট মেয়ের বিশ্বজয়ের আনন্দে মেতেছেন সকলে ৷ বাড়িতে খুশির হাওয়া ৷ পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন সকলে দেখা করে বা ফোনে অভিনন্দন জানাচ্ছেন ৷ তাঁর মা জানালেন, ভোর 4টের সময় প্র্যাকটিসে যাওয়া বাধ্যতামূলক ছিল তাঁর ৷ আর নিজেকে রিল্যাক্স রাখতে গান ছিল হৃষিতার অন্য পছন্দ ৷ সেই সঙ্গে পশু প্রেমীও বটে দাশনগর বালটিকুরির এই অষ্টাদশী ৷ এখন বিশ্বজয়ী মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় পরিবার ৷