হাওড়া, 24 এপ্রিল : করোনার ঢেউ দ্বিতীয়বার আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে । দেশের সঙ্গে এই রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ । বাড়ছে সংক্রমিত রোগী ও মৃতের সংখ্যা । তাই অবিলম্বে সচেতন না হলে ভয়ানক বিপদের মুখে পড়তে হবে মানুষকে ৷ এমনটাই ভাবছে রাজ্যের চিকিৎসক মহল ।
আজ হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের সামনে কোভিড বিধি মেনে চলা ও সচেতনতার লক্ষে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার ( ট্রাফিক ) অর্ণব বিশ্বাস । পুলিশের পক্ষ থেকে মাইকিং করে যেমন প্রচার চালানো হচ্ছে, সেই সঙ্গে যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের দাঁড় করিয়ে সিটি পুলিশের আধিকারিকরা নিজেরাই মাস্ক পরিয়ে দিচ্ছেন এবং মাস্ক বিলিও করছেন জনগণকে ।