পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড সচেতনতা বাড়াতে সচেতনতা শিবির, মাস্ক বিলি হাওড়া পুলিশ কমিশনারেটের - Howrah Police Commissionerate

পুলিশের পক্ষ থেকে মাইকিং করে যেমন প্রচার চালানো হচ্ছে, সেই সঙ্গে যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের দাঁড় করিয়ে সিটি পুলিশের আধিকারিকরা নিজেরাই মাস্ক পরিয়ে দিচ্ছেন এবং মাস্ক বিলিও করছেন জনগণকে ।

হাওড়া পুলিশ কমিশনারেট
হাওড়া পুলিশ কমিশনারেট

By

Published : Apr 24, 2021, 5:39 PM IST

হাওড়া, 24 এপ্রিল : করোনার ঢেউ দ্বিতীয়বার আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে । দেশের সঙ্গে এই রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ । বাড়ছে সংক্রমিত রোগী ও মৃতের সংখ্যা । তাই অবিলম্বে সচেতন না হলে ভয়ানক বিপদের মুখে পড়তে হবে মানুষকে ৷ এমনটাই ভাবছে রাজ্যের চিকিৎসক মহল ।

আজ হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের সামনে কোভিড বিধি মেনে চলা ও সচেতনতার লক্ষে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার ( ট্রাফিক ) অর্ণব বিশ্বাস । পুলিশের পক্ষ থেকে মাইকিং করে যেমন প্রচার চালানো হচ্ছে, সেই সঙ্গে যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের দাঁড় করিয়ে সিটি পুলিশের আধিকারিকরা নিজেরাই মাস্ক পরিয়ে দিচ্ছেন এবং মাস্ক বিলিও করছেন জনগণকে ।

করোনাকে রুখতে সচেতনতা কর্মসূচি হাওড়া পুলিশ কমিশনারেটের

আরও পড়ুন : অক্সিজেনের পাইপলাইনে কাজ, এক ঘণ্টা বন্ধ দিল্লি এইমসের ইমার্জেন্সি

প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউ এই রাজ্যে আছড়ে পড়ার পর থেকেই ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে হাওড়া জেলাতে । গত কয়েক দিন যাবৎ সেই সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়ে চলেছে । দ্বিতীয় ঢেউয়ের পর এই মুহূর্তে হাওড়া জেলায় চলতি মাসেই আক্রান্তের সংখ্যা প্রায় 7 হাজার পেরিয়েছে বলেই জানা গেছে জেলা স্বাস্থ্য আধিকারিক সূত্রে । তাই জেলাতে মানুষকে সচেতন করে তোলার উদ্যেশ্যে আজকে এই পদক্ষেপ করল হাওড়া পুলিশ কমিশনারেট ৷

ABOUT THE AUTHOR

...view details