হাওড়া, 23 জুন : সম্প্রতি ঝড়-বৃষ্টিতে হাওড়া পৌরনিগমের গেটের পাশের একটি ত্রিফলা বাতিস্তম্ভে সর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জেলা শাসকের দফতরে কর্মরত এক মহিলা । এরপরই বিষয়টি নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয় পৌরনিগমকে । বর্ষার বৃষ্টিতে আর যাতে এই ত্রিফলা বাতিস্তম্ভ থেকে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য এইবার ‘ইনসুলেশন জ্যাকেট’ ও ‘সার্কিট ব্রেকার’ লাগানোর পরিকল্পনা নিয়েছে হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation)।
গত শনিবার পৌরনিগমের ত্রিফলা বাতিস্তম্ভ রক্ষণাবেক্ষণকারী 13টি সংস্থার সঙ্গে বৈঠক করার পরে প্রাথমিক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ পৌরনিগম সূত্রে খবর, পরীক্ষামূলকভাবে কয়েকটি নির্দিষ্ট এলাকায় এই ‘ইনসুলেশন জ্যাকেট’ ও ‘সার্কিট ব্রেকার’ লাগানো হবে । পাশাপাশি বর্ষায় শহরের সমস্ত ত্রিফলা আলো বন্ধ রাখা হবে । পৌরনিগম মাধ্যমে বরাতপ্রাপ্ত যে সমস্ত ঠিকাদার সংস্থা হাওড়া শহরের ত্রিফলা আলোগুলির দেখাশোনা করেন, তাঁদের সঙ্গে বৈঠকে করেছেন পৌরকর্তারা । সেই বৈঠকে নেতৃত্ব দেন হাওড়া পৌরনিগমের চেয়ারম্যান (প্রশাসক পর্ষদ) সুজয় চক্রবর্তী । পরে সুজয়বাবু জানান, বৈঠকে ঠিক হয়েছে, বর্ষার সময়ে ত্রিফলা বাতিতে শর্ট সার্কিটের জেরে আবার যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য বাতিস্তম্ভগুলিকে উপর থেকে নীচ পর্যন্ত ইনসুলেশন জ্যাকেটে মুড়ে দেওয়া হবে । এর ফলে বাতিস্তম্ভে কেউ হাত দিয়ে ফেললেও সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না । সেই সঙ্গে বাতিস্তম্ভগুলিতে সার্কিট ব্রেকার লাগানোর পরিকল্পনাও করা হয়েছে । যাতে ঝড়বৃষ্টির সময়ে গাছের পাতা বা ডালের মতো কিছু বাতিস্তম্ভে এসে পড়লেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । এর ফলে শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা কমবে ।