কলকাতা, 22 অক্টোবর: জেলাতে ফের কোভিডের (Covid 19) চোখরাঙানি । সংক্রমণ রুখতে জেলা প্রশাসনকে নিয়ে একসঙ্গে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করল হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation)।
দুর্গাপুজোর পর থেকে আবার রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ । সামান্য বৃদ্ধি হলেও এই বৃদ্ধিকে হালকাভাবে নিয়ে রাজি নয় রাজ্য প্রশাসন । নবান্ন থেকে ইতিমধ্যেই জেলাশাসক, জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশ কর্তাদের দেওয়া হয়েছে জরুরি নির্দেশ । সেই মতো হাওড়া জেলাতে পৌরনিগম এলাকায় গঠিত হয়েছে একটি সমন্বয় কমিটি । এই কমিটিতে পৌরনিগমের কর্তা, জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক-সহ রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ।
আজ হাওড়া পৌরনিগমের তরফ থেকে পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ডা. সুজয় চক্রবর্তী জানান, হাওড়া পৌরনিগম এলাকায় কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে । যে এলাকাতে কোভিডের সংক্রমণ বাড়ছে, সেখানে টিকা দেওয়ার শিবিরের সংখ্যা বাড়ানো হবে । পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতর থেকে যে টেলি কলিং করা হয় কোভিড আক্রান্ত পরিবারকে, সেই কাজটাও পৌরনিগম তদারকি করবে ।
আরও পড়ুন:Jagdeep Dhankhar: পাহাড় সফর শেষ করেই মমতাকে আক্রমণ ধনকড়ের
তিনি আরও বলেন, কোনও পরিবারের কেউ সংক্রমিত হলে তাঁর সঙ্গে সংস্পর্শে যাঁরা আসবেন তাঁদের কোভিড পরীক্ষা করানোর উপরে নজরদারি রাখবে পৌরনিগম । এর মাধ্যমে কোভিড পজিটিভদের সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে । পাশাপাশি কোভিড সংক্রমণের ক্ষেত্রে বাজার এলাকাগুলোর উপর বিশেষ নজর রাখা হচ্ছে । পূর্বের সিদ্ধান্ত মতোই পৌরনিগম এলাকার মধ্যে সমস্ত বাজারগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে । বাজার কমিটির যাঁরা সদস্য তাঁদের সঙ্গে বসে আলোচনা করা হবে । বাজার এলাকাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক রাখতে কড়া নজরদারি রাখা হবে । এ ছাড়াও বাজারগুলোতে বড় গাড়ির মাধ্যমে স্যানিটাইজেশন করার চেষ্টাও করা হবে ।