হাওড়া, 21 এপ্রিল : প্লাস্টিক ব্যবহারে কড়া সিদ্ধান্ত হাওড়া পৌরনিগমের। নিয়ম না-মানলে হতে পারে জরিমানা। জল জমা রুখতে নিদারুণ গ্রীষ্মে রাস্তায় নিগম। অল্প বৃষ্টিতেই ভাসে হাওড়া শহর। জমা জলের সমস্যায় বহু বছর ধরে ভুগছে শহরবাসী। বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘদিন ধরে এলাকায় জমা জল নিয়ে নাকাল হতে হয় হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকার মানুষকে (Howrah Municipal Corporation)। পৌরনিগম ও পরিবেশবিদদের তরফ থেকে প্লাস্টিকের তৈরি ব্যাগের ব্যবহার পরিত্যাগ করার অনুরোধ করা হয়েছে সাধারণ মানুষকে। তবু কোথাও রয়ে গিয়েছে উদাসীনতা ও সঠিক নজরদারির প্রক্রিয়া। ফলে ব্যবহৃত প্লাস্টিকের বর্জ্য এসে জমছে শহরের নালাগুলিতে। আর বৃষ্টি হলেই এই জমে থাকা প্লাস্টিক আটকে দিচ্ছে জল নিকাশের স্বাভাবিক প্রক্রিয়া।
পরিবেশের সুরক্ষা ও জমা জল থেকে সুরাহা পেতে তাই ফের সক্রিয় হল হাওড়া পৌরনিগম। বুধবার 8 নম্বর ওয়ার্ডের মধ্যে নিকাশি নালা পরিষ্কার প্রক্রিয়া দেখতে আসেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক নিজেই। তিনি বলেন, "এই 8 নম্বর ওয়ার্ডের এই নিকাশি ব্যবস্থা সমগ্র হাওড়ার নিকাশি ব্যবস্থার অন্যতম অঙ্গ। বিগত বেশ কয়েক বছর এটা সঠিকভাবে পরিষ্কার করা হয়নি। তাই একে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শুধু 8 নম্বর নয় সংলগ্ন বিস্তীর্ণ এলাকা উপকৃত হবে। পাশাপাশি পচা খালের অংশকেও পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে রাজ্যের সেচ দফতর। এই দুটো কাজ সম্পূর্ণ হলে গত বছরের মতো জল জমে থাকবে না।" পাশাপাশি প্লাস্টিকের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধ করতে মানুষকে সচেতন করার কাজ শুরু করেছে নগর নিগম।